জীবনের আশ্রয়
যে হৃদয়ে কৃষ্ণের নাম প্রতিধ্বনিত হয়, সেখানে বিষাদের অন্ধকার আলোকিত হয়ে ওঠে। কৃষ্ণের চরণই সে আশ্রয়, যেখানে দুঃখের ঢেউ ভেঙে পড়ে, কিন্তু অন্তরে শান্তির সুর বাজে।
জীবনের ক্লান্তি, বিষাদ, এবং ব্যর্থতা—সবই যেন মোহনায় এসে মিলিয়ে যায়। কৃষ্ণের প্রেমে বাঁধা পড়ে মানুষ নতুন করে বাঁচতে শেখে। তার মোহনেই লুকিয়ে থাকে জীবনের পরম অর্থ, যেখানে মৃত্যু নেই, নেই ভয়।
তাই বলি, এই অশান্ত হৃদয়কে কৃষ্ণের চরণে সমর্পণ করো। তিনি আছেন, সব ভার তিনি গ্রহণ করবেন, শুধু তার নাম নাও, তাকে ডাকো। জীবন আবার ফুলের মতো ফুটবে।
#কৃষ্ণ #ভক্তি #শান্তি #জীবনের_আশ্রয় #আত্মসমর্পণ #আলো #ভালবাসা #মুক্তি #ধ্যান #কীর্তন #ভগবান #প্রেম #রাধাকৃষ্ণ #ভক্তিমার্গ #আধ্যাত্মিকতা #চেতনাজাগরণ #গীতাপাঠ #বৈষ্ণব #কৃষ্ণনাম #ভক্তিপথ #দিব্যপ্রেম #অন্তরের_শান্তি #প্রার্থনা #নির্মলতা #পরমার্থ #ভগবৎচরণ #চৈতন্য #দয়াময় #অন্তরাত্মা