বউ থেকে শুরু করে সব কিছু ভাড়ায় পাওয়া যায় এই ভাদুন গ্রামে | Vadun Shooting Village | Info Hunter
গাজিপুরের পুবাইলের ভাদুন গ্রামকে বলা হয় বাংলাদেশের একমাত্র শ্যুটিং এর গ্রাম। কারন এই গ্রামের বলতে গেলে প্রায় প্রতিটা বাড়ি এক একটা শ্যুটিং হাউজ। তাছাড়া ভাদুন গ্রামের বসবাসরত প্রায় সবাই কোন না কোন ভাবে শ্যুটিং এর সাথে জড়িত। এই গ্রামের মানুষ কিছু বুঝুক বা না বুঝুক লাইট ক্যামেরা একশোন তারা খুব ভাল বুঝে। ভাদুন গ্রামে বলতে গেলে পঁচান্নব্বই শতাংশ নাটকের শ্যুটিং হয়ে থাকে। আর শ্যুটিং বান্ধব গ্রাম হিসেবে পরিচিত ভাদুন গ্রাম নিয়েই আমার আজকের এই ভিডিওটা তৈরী করা।
#ভাদুন_শ্যুটিং_গ্রাম
For More Visit:
Website: https://infohunterbd.blogspot.com/
Facebook: https://www.facebook.com/bdinfohunter