‘চিনতে নাকি সোনার ছেলে
ক্ষুদিরামকে চিনতে?
রুদ্ধশ্বাসে প্রাণ দিল যে
মুক্ত বাতাস কিনতে’
কে না চেনেন কবি আল মাহমুদের কবিতার সেই সোনার ছেলে ক্ষুদিরামকে। কার না জানার আগ্রহ আছে তার সম্পর্কে?
অদম্য আগ্রহের টানেই কংসাবতি নদীর তীর ধরে এগিয়ে চলেছি ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার কেশপুর থানার অন্তর্গত মোহবনী গ্রামের দিকে। মোহবনী হলো সেই গ্রাম, যে গ্রামে জন্মেছিলেন বিপ্লবী ক্ষুদিরাম বসু। মেদিনীপুরের পাঁশকুড়া থেকে মোহবনী গ্রামের দূরত্ব প্রায় ৫৪ কিলোমিটার। দর্শণের আকাঙ্ক্ষা যখন প্রবল হয়, দূরত্বের হিসাব তখন নিছক সংখ্যামাত্র। শৈশব থেকে শুনে আসা, জেনে আসা বাঙালি বীর ক্ষুদিরাম বসুর বাড়ি যদি ৫হাজার কিলোমিটার দূরেও হতো, তবুও সে পথে পাড়ি জমাতাম আমি সমান আগ্রহে।
Contact :
[email protected]
#khudiram #birthplace #medinipur