MENU

Fun & Interesting

বোগেনভেলিয়া ফুলের পরিচর্যা ও সারা বছর প্রচুর ফুল পাবার সহজ উপায়।। How to care Bogenvyaliya Flower.

Video Not Working? Fix It Now

বাগান মানেই যে ফুলে ফলে ভরা বিশাল কোনো জায়গা হবে তা নয়৷ প্রকৃতিকে ভালোবাসলে যে কেউ ছোট্ট বাড়ি বা ফ্ল্যাটে থেকেও ছাদের উপর বাগানের সাধ মেটাতে পারেন৷

শহরের কোলাহল থেকে একটু দূরে, নিরিবিলি পরিবেশে ছোট্ট একটি বাগানের শখ বা প্রকৃতির সাথে খানিকটা বন্ধুত্ব গড়তে কার না মন চায়!

আমি দীর্ঘ ২০ বছর ধরে ছাদ বাগান করে আসছি। তাই চেষ্টা করেছি, আমার এই চ্যানেল এর মধ্যে দিয়ে ছাদ বাগানে, মাটির টবে তৈরি নানা ফুল, ফল ও সবজি চাষের সঠিক ও সুন্দর পরিচর্যার অভিজ্ঞতা সারা পৃথিবীর মানুষ দের সাথে শেয়ার করতে।

যারা মাটির টবে অথবা ছাদে ফুল গাছ করতে ভালো বাসেন এই চ্যানেল টি তাদের কে প্রচুর উৎসাহ যোগাবে। সন্দেহ নাই।

আমি পেশায় ইঞ্জিনিয়ার। রবিবার ছুটি পাই এবং নতুন নতুন ভিডিও upload করি। আমার এই ভিডিও গুলি সব্বার আগে পেতে, বন্ধুদের কাছে নিবেদন। আমার এই চ্যানেল টিকে Subscribe করে, Bell icon টি প্রেস করুন, সাধের ছাদ বাগান এর সদস্য হোন।

আমার ভিডিও গুলি যদি ভালো লেগে থাকে, তাহলে বন্ধুদের কে উপহার দিন, শেয়ার করুন। যাতে সকলেই গাছ কে ভালোবেসে সুন্দর ছাদ বাগান তৈরি করে, নির্মল ও সবুজ পৃথিবী গড়ে তোলবার জন্য অঙ্গীকার বদ্ধ হয়।
বড় দের আমার প্রণাম ও ছোট দের আমার ভালোবাসা জানাই।

My Facebook page
https://www.facebook.com/amiroddurhote.cheyechhilam

আমার সৃষ্ট ফেসবুক গ্রুপ
"সাধের ছাদ বাগান"👇

https://www.facebook.com/groups/405996456614669/

সবাই কে এই গ্রুপে করি আহ্বান।

Subscribe সাধের ছাদ বাগান: https://bit.ly/2XNx6Vy

Comment