সিপিএমের ফাঁদে পা দিয়েছে বিজেপি?
আগরতলার আস্তাবল ময়দানে র্যালি করে রাজ্য বিজেপি কি শক্তির প্রদর্শন করলো না দুর্বলতার? এতে কি শাসকদলের লাভ হলো না লোকসান? এতে কি ইতিবাচক বার্তা গেলো না নেতিবাচক? রাজ্য রাজনীতি এতে কি ভিন্ন খাতে মোর নিতে পারে? সিপিএমের সফল সমাবেশ দেখেই অসময়ে জমায়েত করতে গেলো সরকারে থাকা পার্টি? স্বামী বিবেকানন্দ মাঠে আজকের বিজেপির সমাবেশ নিয়ে একটি অতি গুরুত্বপূর্ণ ভিডিও বিশ্লেষণ।
#tripurabjp #tripuracpim #tripuranews