হাবাসপুর চর রাজবাড়ির পাংশা উপজেলায় অবস্থিত। এখানকার জমি আখ উৎপাদনের জন্য খুবই উপযোগী। তাই এখানে প্রায় এক হাজার বিঘার মত জমিতে আখ চাষ করা হয়। শীত শুরু সাথে সাথে এখানে গুড় উতপাদনে ব্যস্ত হয়ে পড়েন কৃষকেরা। যেখানে বাজারে এক কেজি চিনির দাম ১৪০ টাকা অথচ এখানে এক কেজি গুড়ের দাম মাত্র ১০০-১২০ টাকার মত।
গুড় নিতে চাইলে রফিক ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন: +880 17 6214 7021