🌷🌷 শ্রী শ্রী হরি সঙ্গীত 🌷🌷
✍️✍ শ্রীমৎ অশ্বীনি গোঁসাই
📢📢আমি কি আমাতে আছি
♫♫♫♫ আমি কি আমাতে আছি
হরিচাঁদের রূপে নয়ন দিয়ে (হারে) ঘরের বাহির হয়েছি।
আমার মন পোড়া এক রোগ হয়েছে সখি,
সেই জ্বালায় জ্বলে মরতেছি।।
▶ মন পোড়া রোগের রীতি (হারে) সদায় জ্বলে বিষের বাতি,
আমার মন হয়েছে ছন্নমতি কি করতে কিনা করতেছি।
হয়ে পাগল পারা মাতোয়ারা সখি কুলের ভয় ভুলে গিয়েছি।।
▶ এ বড় কঠিন ব্যারাম,কিছুতে না হয় গো আরাম,
কেবল বলি মলেম মলেম মরমে রয়েছি।
হরি চিন্তামনি ঔষধ দে গো এনে তবে সই পরাণে বাঁচি।।
▶ হরি প্রেম বিচ্ছেদ রোগে আমি বাঁচি না তার ভাব উদ্বেগে,
আমার মন লাগেনা ভোগে যোগে, যে রোগের রোগী হয়েছি।
আমি ক্ষণেক হাসি, ক্ষণেক কাঁদি সখি,মন পোড়া বাউরি সেজেছি।।
▶ লেগে সেই রূপের ছটা, আমার খসে পল পঞ্চ কাঁটা,
জাত কুলের পর দিয়ে বাটা, তরঙ্গে সাঁতার খেলতেছি।
যে দিক ফিরাই আঁখি, সেই দিক দেখি সখি হরিময় জগৎ দেখতেছি।।
▶ তারকচাঁদ ডেকে বলে, স্বামী মহানন্দের সঙ্গ নিলে,
তাঁর এই দশা ঘটে কপালে স্বচক্ষে কত দেখেছি।
এবার অশ্বিনী ঐ রোগে মরুক জ্বলে তা হলে আনন্দে নাচি।।
🎧📢 অঞ্জলী রানী
অঞ্জলী সম্প্রদায়
গোপালগঞ্জ।
#আমি_কি_আমাতে_আছি
#হরি_সংগীত
#অশ্বীনি_গোঁসাই
❖ https://youtu.be/gVZ7VzZRYug
❖ https://youtu.be/MVsnkxjw6Y8
❖ https://youtu.be/TWMxsEhNfc8
ভালো লাগলে অবশ্যই ❤❤❤ সাবসক্রাইব করবেন।
সাবসক্রাইব লিংকঃ ⫸➤ https://www.youtube.com/c/religioussong
*´¯`*.¸¸.*´¯`* 🎀 𝓈𝓊𝒿🌸𝓃 𝓈𝒽𝒶𝓇𝓀𝒶𝓇 🎀 *`¯´*.¸¸.*`¯´*