শীত এসে পড়েছে অনেকেই কবুতর পাল্লা দিচ্ছে আর আমার বাসায় প্রতিদিনই অনেক পার্লার কবুতর এসে বসছে কিন্তু আমার পক্ষে এদেরকে বাসায় রাখা সম্ভব না তাই আমি এদেরকে পানি এবং খাবার খাইয়ে ছেড়ে দিচ্ছি।