বেলে ও এটেল মাটিকে দোয়াশ মাটিতে পরিনত করার পদ্ধতি। কৃষিবিদ আবু তৌহিদ। Learning Agriculture
সকল মাটিতে সব ধরণের ফসল ভাল হয় না। বেলে মাটিতে বেশির ফসল চাষ করা যায় না। চীনাবাদাম, তরমুজ, বাঙি, ইত্যাদি ফসল ভালো হয়। আবার এটেল মাটিতেও ফসল ভালো হয়না। ধান, আখ, গম এরুপ কিছু ফসল উৎপাদন করা যায়। কিন্তু দোয়াশ মাটিতে সব ফসলই ভালো হয়। তাই কিছু উপায় অবলম্বন করে আমরা বেলে ও এটেল মাটিকে সহজেই দোয়াশ মাটিতে পরিনত করে সব ধরনের ফসল ফলাতে পারব। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রািইব করুন, লাইক ও শেয়ারের মাধ্যমে অন্য জানার সুযোগ করে দিন। আর কোনোকিছু জানার থাকলে লিখে জানাতে পারেন।
আলোচ্য বিষয়-
বেলে মাটিকে দোয়াশ মাটিতে রুপান্তর
এটেল মাটিকে দোয়াশ মাটিতে রুপান্তর
বেলে মাটির বৈশিষ্ট্য
এটেল মাটির বৈশিষ্ট্য
দোয়াশ মাটির বৈশিষ্ট্য
বেলে মাটিকে দোয়াশ মাটিতে রুপান্তর-
এটেল মাটি প্রয়োগ
সবুজ সার প্রয়োগ
খামারজাত সার প্রয়োগ
কম্পোস্ট সার প্রয়োগ
ভার্মিকম্পোস্ট প্রয়োগ
এটেল মাটিকে দোয়াশ মাটিতে রুপান্তর-
বেলে মাটি প্রয়োগ
সবুজ সার প্রয়োগ
খামারজাতসার প্রয়োগ
কম্পোস্ট সার প্রয়োগ
ভার্মিকম্পোস্ট প্রয়োগ
soil texture change
sandy soil to loamy soil
clay soil to loamy soil