MENU

Fun & Interesting

পলিথিন প্লাস্টিক পুড়িয়ে পেট্রোল ডিজেল তৈরি। রিফাইন সহ দেখুন বিস্তারিত এই ভিডিওতে।

Tricky Gupta 2.0 86,832 2 years ago
Video Not Working? Fix It Now

কবিরুল ইসলাম ইউটিউব দেখে পলিথিন প্লাস্টিক পুড়িয়ে পেট্রোল ডিজেল তৈরি করতে সক্ষম হয়েছেন। তিনি নিজে এই পেট্রোল ডিজেল ইঞ্জিনে জ্বালানি হিসেবে ব্যবহার করেছেন। মূলত পলিথিন প্লাস্টিক পুড়িয়ে যে তেল পাওয়া যায় সেটাকে রিফাইন করে পেট্রোল ডিজেল তৈরি করেন তিনি। এছাড়াও ফটোকপি মেশিনের কালিও সংগ্রহ করেন এই সিস্টেম এর মধ্য দিয়ে। পলিথিন প্লাস্টিক পুড়িয়ে পেট্রোল ডিজেল তৈরি করতে চাইলে বিস্তারিত পরামর্শ নিতে চাইলে ভিডিওতে দেয়া তার মোবাইল নম্বরে যোগাযোগ করতে পারেন।

Comment