আজকের এই ভিডিওটি ধারণ করা হয়েছে রাজশাহী বিভাগের নাটোর জেলার গুরুদাসপুর থানার খামারপাতুরিয়া গ্রামের হান্নান ভাইয়ের খামার থেকে। তার খামারটি খুবই পরিচ্ছন্ন এবং আধুনিক পদ্ধতিতে পরিচালিত। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং নতুন কিছু শিখতে পারবেন।
এখানে সকল ধরনের ছাগল, গাড়ল ও দুম্বা পাওয়া যায়। সেই সাথে উন্নত জাতের ১৪ প্রজাতির ছাগল যেমন ফাঠা, তোতাপুরী, হরিয়ানা, বিটল, বাইয়ার, যমুনাপাড়ি, বাবারবাড়ি এবং বিভিন্ন প্রজাতির পাঁঠাও পাওয়া যায়। এই বৈচিত্র্য হান্নান ভাইয়ের খামারের অন্যতম আকর্ষণ।”
আমাদের খামারটি উন্নত জাতের ছাগল পালনে নিবেদিত, যেখানে রয়েছে জামুনাপাড়ি, ব্ল্যাক বেঙ্গল, তোতাপুরি, বোর, সিরোহি, হরিয়ানা, বিটল, এবং বাড়বাড়ি জাতের ছাগল। প্রতিটি ছাগলের সঠিক পরিচর্যা, উন্নত খাদ্য, এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করে আমরা সর্বোচ্চ উৎপাদন সক্ষমতা বজায় রাখি।
ছাগলের দুধ, মাংস, এবং বাচ্চা উৎপাদনে উন্নত মান বজায় রাখা আমাদের মূল লক্ষ্য। বিশেষ করে হরিয়ানা ও বিটল জাত তাদের শক্তিশালী দেহ কাঠামো এবং উচ্চ দুধ উৎপাদনের জন্য বিখ্যাত। অন্যদিকে, বাড়বাড়ি ও জামুনাপাড়ি জাত দ্রুত বংশবৃদ্ধি এবং মানসম্পন্ন মাংসের খামারটি নতুন ও আগ্রহী খামারিদের জন্য পরামর্শ এবং প্রশিক্ষণ সেবা প্রদান করে, যাতে তারা ছাগল চাষকে লাভজনক ও টেকসই পেশা হিসেবে গ্রহণ করতে পারে।”
MD Hannan
+8801721-099173 🇧🇩🇧🇩
This channel Contract
👉For Bussines Inquires::
mdsweetrosedipu@gmail.com
Facebook page::
https://m.facebook.com/Krishibanglanatore/?ref=bookmarks
"" "" "" Our Facebook group "" "https://m.facebook.com/groups/739627633415943/?ref=group_browse
New Youtube Channel :
https://www.youtube.com/channel/UCXkeN0E3jmg80mvO2dkcDMA
#trending
👉👉Official Facebook page https://www.facebook.com/KBNOfficial2022/
==নাটোরের হাট গুলোতে কিভাবে আসবেন, কথায় থাকবেন#, কিভাবে ছাগল নিয়ে যাবেন, কত টাকা ভাড়া লাগে বাসে করে ছাগল নিয়ে যেতে দেখুন
https://youtu.be/4uqojw0pOEw