MENU

Fun & Interesting

আটকে পড়া পাকিস্তানি নাকি বিহারী আসলে তাদের পরিচয় কি ?? Geneva Camp Mohammadpur History | Info Hunter

Info Hunter 221,338 4 years ago
Video Not Working? Fix It Now

কেউ বলে পাকিস্তানি, কেউ বলে আটকে পড়া পাকিস্তানি, আবার কারো মতে বিহারী, আবার অনেকে বলে অবাঙ্গালী এতো নামের ভীরে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের বসবাসরত এই পঞ্চাশ হাজার মানুষের পরিচয় কি তা জানতেই আমার সেখানে যাওয়া। বিহারী ক্যাম্পে গিয়ে তাদের সাথে কথা বলে জানতে পারলাম তারা সবাই বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র কার্ডধারী। এসব জেনে আমি নিজেও এক ধাধার মধ্যে পড়ে গেলাম যে তাদের পরিচয় আসলে কি? কেবল আমি নই তারা নিজেরাও সব সময় তাদের পরিচয় খোঁজে ফেরেন। তারা নিজেরাও জানেন না যে তারা কি? তার সাথে তাদের বাসস্থানের ব্যবস্থাও ভয়াবহ পর্যায়ের। যা আসলে না দেখলে কেউ বিশ্বাসই করবে না যে এভাবেও মানুষ বাঁচে। আমি যতক্ষণ এই বিহারী ক্যাম্প নামক ক্যাম্পে ছিলাম ততক্ষণ কেবল অবাক হয়েছি এই ভেবে যে আমি এটা কোথায় আসলাম, আমি এসব কি দেখছি। আপনারাও আমার এই ভিডিও দেখে কেবল অবাক হবেন আর নানা প্রশ্নে নিজেকে খুঁজবেন। আধুনিক এই সভ্যতার যুগে এসে মানুষ কিভাবে এতো বাজে ভাবে বসবাস করতে পারে তা আসলে নিজের চোখে না দেখলে হয়তো কেউ বিশ্বাস করবে না। For More Visit: Website: https://infohunterbd.blogspot.com/ Facebook: https://www.facebook.com/bdinfohunter

Comment