হিটে না আসলে যা করবেন:
সাধারণত হরমোনের ভারসাম্যহীনতার কারণে এই রোগ হয়ে থাকে। ভিটা এভিই ১০০ সিসি বোতলে পাওয়া যায়, ১০০ কেজি ওজনের জন্য ২০ মিলি করে প্রতি সপ্তাহে ১ বার করে ১ মাস খাওয়াতে হবে। কৃমির ট্যাবলেট দিতে হবে।
ফার্টাজাইল ইনজেকশন প্রতি গাভীকে ৫ মিলিলিটার হিসেবে মাংসপেশিতে ইনজেকশন দিতে হয়। ফলে গাভী ১৭ দিন পরই গরম হবে।
এবার এক নজরে দেখে নেওয়া যাক
গরু সময়মতো গরম না হলে:
- পুষ্টিকর খাদ্য খাওয়াতে হবে।
- এ, ডি, ই ইনজেকশন, ১০০ কেজি গরুর দেহের ওজনের জন্য ১০ সিসি ৩ দিন পরপর ২/৩ দিন মাংসে পুশ করতে হবে।
- ডিবি পাউডার ১০০ কেজি গরুর দেহের ওজনের জন্য ৩০-৪০ গ্রাম খাদ্যের সাথে মিশিয়ে রোজ ১ বার ১ মাস খাওয়াতে হবে।
- সর্বশেষ হরমোন ইনজেকশন Fertazyl ৫ মিলি করে গাভী প্রতি ১ ডোজ মাংসে পুশ করতে হবে।
গাভী বা বকনা হিটে আসার লক্ষণ
সাধারণত একটি গাভী বাচ্চা দেয়ার ৬/৮ সপ্তাহ পর এবং বকনার বয়োঃসন্ধি হওয়ার পর প্রতি ১৭ দিন থেকে ২৪ দিন পর পর হিটে আসে বা গরম হয় ( গড়ে ২১ দিন ধরা হয় )| কী কী লক্ষণ দেখে আপনি বুঝতে পারবেন আপনার খামারের গাভী বা বক্নাটি হিটে এসেছে অথবা গরম হয়েছে তা নিচে দেয়া হল:
১. গাভী বা বকননার মধ্যে একটা চঞ্চলতা দেখা যাবে .
২.গাভী বা বকনা ঘন ঘন ডাকাডাকি করবে.
৩.গাভী বা বকনা খাওয়া দাওয়া কমিয়ে দিবে.
৪.আরেকটির গায়ে লাফিয়ে উঠে পড়তে চাইবে .
৫.সব সময় লেজ একটু উপরের দিকে উঠিয়ে রাখবে.
৬.তার যোনি পথ দিয়ে ডিমের সাদা অংশের মতো আঠালো তরল পদার্থ বা মিউকাস বের হবে.
৭. কিছুক্ষণ পর পর প্রস্রাব করবে এবং অন্য গরুর গা চাটবে ও শুঁকবে আর নাঁক কুঞ্চিত করবে.
৮.গাভী বা বকনা সহজে বসবে না, সে বেশিরভাগ সময় দাঁড়িয়ে থাকবে.
হিটে আসা বা গরম হওয়ার সময় কাল ১৬/১৮ ঘণ্টা এবং এই সময়ের মধ্যে গাভী বা বকনাকে প্রজনন করাতে হবে।
#গরুর_হিটে
#গরু_হিটে_আনার_ওষুধ
#গরুর_হিটে_না_আসলে_কি _করবেন