#adenium_Garden #flower_garden
আমাদের সব সময় চেষ্টা থাকে ভালো বাগান আপনাদেরকে তুলে ধরব সেই বাগান দেখে আপনাদের মনের জোর বাড়াবো প্রত্যেকটা মানুষ আমাদের সঙ্গে আছে সবুজের সঙ্গে আছে সহজ ভাবে বাগান করতে গেলে কি কি করা দরকার আমরা সেগুলি আজকে আলোচনা করব বিশেষ করে যারা চাকরি করেন তাদের জন্য ভিডিওটি একদমই গুরুত্বপূর্ণ।
অ্যাডেনিয়াম গাছ আমরা প্রত্যেকে ভালোবাসি আমরা চাই অতি সহজে অ্যাডেনিয়াম ফুল গাছের ফুল ধরাতে বেশ কিছু সমস্যা থাকে বা ভালো ড্রেনেজ ব্যবস্থা যদি না করা যায় তাহলে সমস্যায় পড়ে যাবে।
বেশিরভাগ বাগান আমরা দেখতে পাচ্ছি প্রচুর ফুল ফুটছে কিন্তু বেশ কিছু মানুষ সব সময় সমস্যায় সম্মুখীন হচ্ছে তাদের বলব সম্পূর্ণ ভিডিওটি খুব সুন্দর ভাবে মন দিয়ে দেখুন কিছু কিছু জিনিস লিখে রাখুন এই ভিডিওতে দেখানো হয়েছে কীটনাশক আর কেনার প্রয়োজন নেই সম্পূর্ণ কীটনাশক কিভাবে নিজে তৈরি করবেন জেনে নিন।
বহুদূর গিয়ে ভালো ছাদ বাগানের সন্ধান করে আপনাদের সামনে তুলে ধরা হয় আমরা চাই প্রত্যেকটা মানুষ ছাদে বাগান করুক আর কোন স্বার্থ আমাদের মধ্যে নেই একটি ভিডিও দেখে বা একটি ছাদ বাগান দেখে একটি নতুন ছাদ বাগান তৈরি হয়,
তাই আপনাদের সকলকে বলব আপনারা নিজেদের মতন করে চেষ্টা করলেই ভালো বাগান তৈরি করা সম্ভব যদি কোন অসুবিধা হয় সব সময় চ্যানেল আপনাদের পাশে আছে।