শিব রাত্রি ব্রত পালনের নিয়ম । কি খাবেন । চিত্রপটে ও শিব লিঙ্গে চার প্রহরে অভিষেক ও পূজা বিধি
ফর্দমালা
সিদ্ধি, তিল হরিতকী, পঞ্চ শস্য, আসনাঙ্গুরীয়, ঘী, মধু, ধূপ, ধুনা, তুলা, কর্পূর, প্রদীপ, পিলসুজ, দুধ, দই, চিনি, ফুল, বেলপাতা, ধুতরা, আকন্দ, নৈবেদ্য (কমপক্ষে পাঁচ রকমের ফল এবং মিষ্টি), গঙ্গা জল, কুশ, আতপ চাল, চন্দন ।
১। একটি শিবলিঙ্গ
২। একটি ছোটো ঘটিতে স্নান করানোর জল
৩। একটি থালা, একটি গ্লাস ও কোশাকুশি। কোশাকুশি না থাকলে তামা বা পিতলের সাধারণ ছোটো পাত্র ব্যবহার করবেন।
৪। সাদা চন্দন
৫। আতপ চাল
৬। কয়েকটি ফুল ও বেলপাতা
৭। ধূপ, দীপ
৮। নৈবেদ্য ও পানীয় জল (আপনার সাধ্য ও ইচ্ছামতো দেবেন। একটা বাতাসা হলেও চলবে।
৯। প্রণামী (অন্তত একটি টাকা দেবেন।)
১০। একটি ঘণ্টা
#আচমন:
ডান হাতের তালু গোকর্ণাকৃতি করে সামান্য পরিমাণ জল নিয়ে ‘ওঁ বিষ্ণু’ মন্ত্রটি পাঠ করে পান করুন। এইভাবে মোট তিন বার জলপান করে আচমন করার পর হাত জোড় করে এই মন্ত্রটি পাঠ করুন—(যে- ব্রাহ্মণ ব্যতিরেকে অন্যরা সকলে ওঁ- এর স্থলে নমঃ উচ্চারণ করিবে)।
ওঁ তদ্বিষ্ণোঃ পরমং পদং সদা পশ্যন্তি সূরয়ঃ
দিবীব চক্ষুরাততম্।
ওঁ অপবিত্রঃ পবিত্রো বা সর্বাবস্থাং গতোঽপি বা।
যঃ স্মরেৎ পুণ্ডরীকাক্ষং স বাহ্যাভ্যন্তরঃ শুচিঃ।।
পূজার সংকল্প
কোষাকুশীতে হরতকি ফুল চন্দন দুর্গা ধান যব আতপ চাল নিয়ে উত্তর অথবা পূর্ব দিক কোণে ধারণ করে বলতে হবে।
" ওঁ বিষ্ণুরোম্ তৎসদ্ ফাল্গুন মাসি কৃষ্ণপক্ষে শিব চতুর্দ্দশ্যাং তিথৌ __ গোত্র __ নাম শ্রীবিষ্ণু প্রাপ্তিকামঃ শিবরাত্রি ব্রতমহং করিষ্যে।"
#প্রথম_প্রহরে_পূজাবিধি:
দুধ দ্বারা স্নানের মন্ত্রঃ
"ইদং স্নানীয় দুগ্ধং ওঁ ঈশানায় নমঃ"
এই মন্ত্রটি বলে শিবকে দুধ দিয়ে স্নান করিয়ে একটি অর্ঘ্য হাতে নিয়ে নিম্নের মন্ত্রটি বলে অর্ঘ্য নিবেদন করতে হবে -
" ওঁ শিবরাত্রি ব্রতং দেব পূজা-জপ-পরায়নঃ
করোমি বিধি-নব-দ্দত্তং গ্রিহানার্ঘ্যং মহেশ্বর।"
এরপর নিচের মন্ত্রটি বলে অর্ঘ্যটি শিবলিঙ্গের উপর দিতে হবে।
"ইদম অর্ঘ্যং ওঁ নমঃ ঈশানায় নমঃ"
অর্ঘ্য নিবেদনের পরে শিবকে জল দিয়ে স্নান করাতে হবে।
অভিষেকের পরে বেলপাতার মালা শিবলিঙ্গে দেওয়া নিয়ম। তার পর, ফুলে সাজিয়ে দিন শিবলিঙ্গ। ফুল এবং মালা দেওয়ার সময়ে উচ্চারণ করুন নমঃ শিবায়।
#পুষ্পাঞ্জলি:
সচন্দন পুষ্প ও বেলপাতা নিয়ে এই মন্ত্রে ১, ৩ অথবা ৫ বার অঞ্জলি দেবেন—
ওঁ নমো শিবায় এষ সচন্দনপুষ্পবিল্বপত্রাঞ্জলি নমো শিবায় নমঃ।
#শিবের_প্রণাম_মন্ত্র:
ওঁ নমঃ শিবায় শান্তায় কারণত্রয়হেতবে।
নিবেদয়ামি চাত্মানং (চ আত্মা ত+ম নম) ত্বং (তুয়ম) গতি পরমেশ্বরম্
#দ্বিতীয়_প্রহরে_পূজাবিধি:
দধি দ্বারা স্নানের মন্ত্রঃ
"ইদং স্নানীয় দধিং ওঁ অঘোরায় নমঃ"
বলে শিবকে স্নান করিয়ে একটি অর্ঘ্য হাতে নিয়ে-
ওঁ নম শিবায় শান্তায় সর্বপাপ হরায় চ।।
শিবরাত্রৌ দদাম্যর্ঘ্যং প্রসীদ উময়া সহ।।
এরপর নিচের মন্ত্রটি বলে অর্ঘ্যটি শিবলিঙ্গের উপর দিতে হবে।
"ইদম অর্ঘ্যং ওঁ নমঃ অঘোরায় নমঃ"
অর্ঘ্য নিবেদনের পরে শিবকে জল দিয়ে স্নান করাবে।
#তৃতীয়_প্রহরে_পূজাবিধি:
ঘৃত দ্বারা স্নানের মন্ত্রঃ
"ইদং স্নানীয় ঘৃতং ওঁ বামদেবায় নমঃ"
এই মন্ত্রটি বলে শিবকে ঘি দিয়ে স্নান করিয়ে একটি অর্ঘ্য হাতে নিয়ে নিম্নের মন্ত্রটি বলে অর্ঘ্য নিবেদন করতে হবে -
"ওঁ দুঃখদারিদ্র্যশো কেন দগ্ধঽহং পার্বতীশ্বর।
শিবরাত্রৌ দদাম্যর্ঘ্যং উমাকান্ত প্রসীদ মে।।"
এরপর নিচের মন্ত্রটি বলে অর্ঘ্যটি শিবলিঙ্গের উপর দিতে হবে।
"ইদম অর্ঘ্যং ওঁ নমঃ বামদেবায় নমঃ"
অর্ঘ্য নিবেদনের পরে শিবকে জল দিয়ে স্নান করাতে হবে।
#চতুর্থ_প্রহরে_পূজাবিধি:
মধু দ্বারা স্নানের মন্ত্রঃ
"ইদং স্নানীয় মধুং ওঁ সদ্যজাতায় নমঃ"
এই মন্ত্রটি বলে শিবকে মধু দিয়ে স্নান করিয়ে একটি অর্ঘ্য হাতে নিয়ে নিম্নের মন্ত্রটি বলে অর্ঘ্য নিবেদন করতে হবে-
"ওঁ ময়া কৃতান্যনেকানি পাপানি হর শঙ্কর।
শিবরাত্রৌ দদাম্যর্ঘ্যং উমাকান্ত গৃহান মে।।"
এরপর নিচের মন্ত্রটি বলে অর্ঘ্যটি শিবলিঙ্গের উপর দিতে হবে।
"ইদম অর্ঘ্যং ওঁ নমঃ সদ্যজাতায় নমঃ"
অর্ঘ্য নিবেদনের পরে শিবকে জল দিয়ে স্নান করাতে হবে।
চতুর্থ প্রহরের পূজা শেষ করে জোড় হাতে নিম্নলিখিত মন্ত্র পাঠ করতে হবে-
ওঁ অবিঘ্নেন ব্রত্নং দেব তত প্রসাদাৎ সমর্পিতম্
ক্ষমস্ব জগতাং নাথ ত্রৈলক্যাধিপতে হর।
জন্ময়াদ্য ক্রিতং পুণ্যং তদ্রুদ্রস্য নিবেদিতম্
তত প্রসাদান্মায়া দেব ব্রতমদ্য সমাপিতম্।
প্রসন্ন ভব মে শ্রীমন মদ্ভুক্তি প্রতিপাদ্যতাম
তদালোকেন মাত্রেন পবিত্রঽস্মি ন সংশয়।।
#শিবরাত্রির_পারণ_মন্ত্র-
ওঁ সংসার ক্লেশদগ্ধস্য ব্রতেনানেন শঙ্কর
প্রসীদ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টিপ্রদ ভব।।
Shivratri puja vidhi at home in Bangla । Shivratri Puja Paddhati in Bangla । শিবরাত্রি পূজা পদ্ধতি ।
Shivratri puja vidhi in Bengali । How to perform Shivratri in Bangla । Shivratri puja vidhi at home in Bangla । Shivratri Puja Paddhati in Bangla । Shivratri pujar niyam in Bangla । Shivratri pujar niyam । Shivratri puja vidhi in bengali । Maha Shivratri mantra in bengali । Shivratri puja vidhi । Shivratri puja paddhati । Shivratri puja paddhati in bengali । Barite Shivratri Puja Vidhi Bangla । শিবরাত্রি পূজার সহজ বিধি । শিবরাত্রি ব্রত পালন করার নিয়ম । শিব চতুর্দশী পূজা বিধি । Shivratri puja vidhi in Bangla । শিবরাত্রি পূজার সহজ বিধি । Shivratri puja vidhi easy and simple bangla । how to perform Shivaratri pooja to get your wish fulfilled in bengali । Benefit of doing Shivaratri Broto in bengali । শিবরাত্রি পূজা বিধি । মহা শিবরাত্রি ব্রত পালনের নিয়ম । Shivratri pujar niyam in bengali । মহা শিবরাত্রি পূজা বিধি । Shiv puja vidhi in Bangla । How to do Shiv Puja at home in bangla । গৃহে শিব পূজা বিধি । সহজ সরল শিব পূজা । খুবই সহজ সরল বাবা তাতেই সন্তুষ্ট । শিব চতুর্দশী । শিবরাত্রি ব্রত পালনের পূজার উপকরণ । শিব পূজার উপকরণ । শিবরাত্রি ব্রত পালনের যা যা লাগেে