MENU

Fun & Interesting

৪০০ বছরের ঐতিহ্যবাহী বগুড়ার জামাই মেলা । পোড়াদহ মেলা । Bogura Fish Fair

Munshi Anayet 469,523 lượt xem 2 months ago
Video Not Working? Fix It Now

পোড়াদহের এই ঐতিহ্যবাহী আয়োজন জামাই মেলা অধিক পরিচিত।
প্রায় ৪০০ বছর ধরে এই মেলা উদযাপন করে যাচ্ছেন এই অঞ্চলের মানুষ। বগুড়ার গাবতলী উপজেলার পোড়াদহ নামক জায়গায় অনুষ্ঠিত হয় বলে এই মেলা পোড়াদহ মেলা নামে পরিচিত হয় উঠে। এর পাশাপাশি এই মেলাতে জামাইরা মাছ কিনে নিয়ে শ্বশুর বাড়িতে যান বলে এই মেলা জামাই মেলা নামেও পরিচিত হয়ে উঠে।

৪০০ বছর আগে এই জায়গায় একজন সনাতন ধর্মের সন্নাসী আসেন। এবং দলে দলে সন্নাসীর পাশাপাশি পূর্নার্থীরা আসতে থাকেন। সেই থেকে এই মেলার শুরু হয়। এরপর আস্তে আস্তে এই মেলাটি ধর্ম গোত্র নির্বিশেষে সবার আনন্দ ও মিলনস্থল হয়ে উঠে। প্রতি বছর মাঘ মাসের শেষ বুধবারে অনুষ্ঠিত হয় এই মেলা। এই মেলাতে আসতে হলে বগুড়া শহরের চ্যালোপাড়া সিএনজি স্টান্ড থেকে সিএনজি ও অটোতে চরে আসতে পারবেন।জন প্রতি ভাড়া লাগবে ৪০ টাকার মত।

Comment