গল্প: আমি নারী ||লেখনীতে: মারিয়া আক্তার মাতিন||ভাবি, নিশ্চয়ই আপনার মেয়ের মাঝে কোনো সমস্যা||bdgilpo
গল্প: আমি নারী
লেখনীতে: মারিয়া আক্তার মাতিন
ভাবি, নিশ্চয়ই আপনার মেয়ের মাঝে কোনো সমস্যা ছিল তাই স্বামী ডির্ভোস দিয়ে আরেক বিয়ে করেছে। হয়তো স্বামীকে সুখ দিতে পারে নাই নাহলে এতো ভালো একটা স্বামী কীভাবে আরেক মেয়েকে পছন্দ করতে পারে?মাত্রই ডাইনিং টেবিলে খেতে বসেছিল অপরূপা। ড্রয়িং রুম থেকে পাশের বাসার আন্টির এরূপ কথা কর্ণপাত হতেই পরবর্তী ভাতের লোকমাটা আর মুখে দেওয়া হলো না। বিমর্ষ দৃষ্টিতে তাকিয়ে থাকলো খাবারের দিকে। গলা দিয়ে যেন এখন আর একবিন্দু খাবারও নামবে না। অপরূপার মা বিরক্ত নয়নে কাঠকাঠ গলায় বললেন,
আপনার অন্য কোনো কথা থাকলে বলেন আর যদি না থাকে তাহলে এক্ষুনি বাসা থেকে বেরিয়ে