The Why Magazine অর্ডার করুন: https://trsp.link/trspmagazines
আন্তর্জাতিক রাজনীতির অঙ্গনে ডোনাল্ড ট্রাম্প আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একটি শান্তিচুক্তির জন্য মরিয়া হয়ে উঠেছে।
শুধু তাই নয়, যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের প্রেসিডেন্ট যখন যুক্তরাষ্ট্রের সহায়তার জন্য হোয়াইট হাউসে হাজির হয়েছিল, তখন ট্রাম্প সকল কূটনৈতিক শিষ্টাচার ভঙ্গ করে ভ্লাদিমির জেলেনস্কিকে রীতিমত অপমান করে হোয়াইট হাউজ থেকে বের করে দিয়েছে। যার সূত্রপাত হয়েছিল জেলেনস্কি পুতিন সম্পর্কে কটু কথা বলা থেকে।
ট্রাম্পের এই আচরণে শুধু ইউক্রেন নয়, ইউরোপ, আমেরিকা সহ পুরা বিশ্ব বিস্ময়ে হতবাক হয়ে পড়ে। তারপর থেকেই বিশ্ব রাজনৈতিক অঙ্গনে একটি প্রশ্নই বারবার উঠছে; আর তা হল - ট্রাম্প কেন যুক্তরাষ্ট্রের জাত শত্রু পুতিনকে বন্ধু বানাতে চায়? সে সম্পর্কে আলোচনা করা হবে কিকেনকিভাবে র এই পর্বে।
00:00 ভূমিকা
01:02 তৃতীয় বিশ্ব যুদ্ধের সম্ভবনা
03:20 শান্তিচুক্তি ও ট্রাম্পের রাজনীতি
05:44 ট্রাম্প পুতিনকে কি দিবে?
07:19 যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ক্ষতি
08:21 পানামা খাল দখল
কিকেনকিভাবে র ফেসবুক পেইজেও নিয়মিত সকল ভিডিও প্রকািশিত হচ্ছে। কিকেনকিভাবে র ভিডিওগুলো ফেসবুকে দেখতে চাইলে লাইক এবং ফলো করে আমাদের সাথে থাকুন।
ফেসবুক পেজ: https://www.facebook.com/kikenokivabe
💡 সাবস্ক্রাইব করুন: https://goo.gl/sBmcKv
🔔বেল আইকন ক্লিক করুন🔔
💡 আমাদের ওয়েব সাইট ঘুরে আসুন:
▶ https://kikenokivabe.com/
⚠ এই ভিডিওতে প্রচারিত সকল তথ্য সংশ্লিষ্ট ওয়েবসাইট / বই / জার্নাল / ম্যাগাজিন / জাতীয় ও আর্ন্তজাতিক গণমাধ্যম / প্রামাণ্যচিত্র থেকে সংগৃহীত।
⚠ এই ভিডিওতে ব্যবহৃত কিছু ছবি প্রকৃত ব্যক্তি, ঘটনা, সময় বা স্থানকে উপস্থাপন করে না; দৃশ্যের শূণ্যতা পূরন করতে তা ব্যবহার করা হয়েছে। কিছু দৃশ্য কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরী করা হয়েছে।
⚠ এই ভিডিও ডাউনলোড করে, পুনরায় কোন ধরনের প্রচার মাধ্যমে বিতরণ করবেন না।
CONTACT US:
✉ email: kikenokivabe.infotainment@gmail.com