নাগাল্যান্ডের রাজধানী কোহিমা শহরের খুব কাছেই, মাত্র ১২ কিলোমিটার দূরে কিগওয়ামা ও ফেসামা গ্রামের মাঝখানে একটি পাহাড়ের ঢালে অবস্থান কিসামা হেরিটেজ ভিলেজের। গ্রামটিতে গেলে নাগা আদিবাসীদের ইতিহাস, এতিহ্য আর জীবনযাপন সম্পর্কে পূর্ণাঙ্গ একটি ধারণা পাওয়া যায়। সেই গ্রাম ঘুরে তুলে এনেছি নাগাদের জীবন কাহিনী।
Contact :
[email protected]
#kisama_heritage_Village #nagaland