#RamakrishnaMathBagda
#VivekerDaake
#WillPower
#ramakrishnamathbagda
#willpower
#valueeducation
#SwamiIshatmananda
রামকৃষ্ণ মঠ : বাগদা : পুরুলিয়া
বিবেকের ডাকে'র অষ্টাদশ পর্ব
প্রবল ইচ্ছাশক্তি সফলতার চাবিকাঠি
আলোচনায় - স্বামী ঈশাত্মানন্দ
আজকের বিষয়ের গুরুত্ব :
ইচ্ছাশক্তি ও সফলতা একে অপরের পরিপূরক। বিস্তারিত ভাবে উদাহরণ সহ বিষয়টি ব্যাখ্যা করেছেন স্বামী ঈশাত্মানন্দ মহারাজ, বিবেকানন্দ বেদান্ত সোসাইটি অফ শিকাগো কেন্দ্রের মিনিস্টার-ইন-চার্জ।
মনোগ্রাহী আলোচনা, কিন্তু ছাত্র জীবনে তার প্রতিফলন চাই। মহারাজ বলছেন দুর্লভ মনুষ্য জীবন নষ্ট করা চলবে না। একবার পথভ্রষ্ট হলে, ফিরে আসা কঠিন। তাই কিভাবে ইচ্ছাশক্তিকে প্রবল থেকে প্রবলতর করে সফলতা লাভ করা যায় সেই চেষ্টা নিরন্তর করে যেতে হবে।
মহারাজ নিজে উদ্যমী, শিকাগোর বুকে গড়ে তুলেছেন HOME OF HARMONY- আন্তর্জাতিক সংহতি কেন্দ্র। ইছাশক্তির প্রকৃষ্ট উদাহরণ। মহারাজকে অকুন্ঠ ধন্যবাদ।
'বিবেকের ডাকে'র মধ্য দিয়ে সকলে সঞ্জীবনী সুধা পান করুক, স্বামীজীর শক্তি প্রত্যেকের মধ্যে সঞ্চারিত হোক।
নমস্কার,
স্বামী নিয়তাত্মানন্দ
অধ্যক্ষ