পড়া মনে রাখার ৫টি সহজ উপায় ২০২৫।।পড়া মনে রাখার ৫টি বৈজ্ঞানিক উপায়।।Easy ways to remember reading
পড়া মনে রাখার ৫টি সহজ উপায় ২০২৫।।পড়া মনে রাখার ৫টি বৈজ্ঞানিক উপায়।।Easy ways to remember reading
ভালো মানুষ ভুলের উর্ধ্বে নয়। জন্মগতভাবে ভুলে যাওয়া স্বভাব আমাদের সকলের মাঝেই বিরাজমান। আরো অনেকে আছি যারা সহজে পড়া মুখস্ত করতে পারি না বা মুখস্ত করলেও সেই পড়াগুলো বেশি দিন ধরে রাখতে পারিনা ভুলে যাই অল্প সময়ের মধ্যে। এই সমস্যা থেকে বাঁচার জন্য বেশ কিছু উপায় অবলম্বন করলে সে সমস্যার সমাধান পাওয়া যায়।
আলোচ্য বিষয়: এই ভিডিওতে আলোচনার চেষ্টা করেছি কিভাবে অতি সহজে পড়াগুলো মনে রাখা যায় এই বিষয়ে। এজন্য আলোচনা করেছি পাঁচটি বৈজ্ঞানিক উপায় এগুলো হলো:
✓১.বিরতি নিয়ে রিভিশন।
✓২. ফাইনম্যান পদ্ধতি।
✓৩. পোমোডরো পদ্ধতি।
✓৪. পর্যাপ্ত পরিমান ঘুম
✓৫. নেমোনিক পদ্ধতি।
আমি আশা করি এই পাঁচটি বৈজ্ঞানিক উপায়ে পড়াশোনা করলে শিক্ষার্থীরা অনেক উপকৃত হবে।
বি:দ্র: ভিডিওটি সকলের মাঝে ছড়িয়ে দিতে অবশ্যই শেয়ার করে দেবেন।
ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ
#history
#gk
#generalknowledge
#exam
#education
#study
#science
#bengali
#rakib_academy
#nu
#national_university
#university