থাই বারোমাসি আমের চাষ হচ্ছে বাংলাদেশে।
সারাবছরই গাছে আম থাকে, দারুণ স্বাদের আম।
বাজারদর এখন পর্যন্ত অন্য যেকোন আমের চেয়ে বেশি।
বানিজ্যিকভাবে এই আমের চাষ সম্প্রসারিত হচ্ছে।
লাভবান হচ্ছেন কৃষক। তবে আপনার এলাকার মাটি ও আবহাওয়ার সাথে মানানসই কিনা বুঝে চাষ করতে হবে। একবারে বেশি করে না চাষকরে অল্প কিছুদিয়ে শুরু করা উচিত।
আমের বাগান যারা করতে চান, থাই বারোমাসি এই আম লাগাতে পারেন। প্রথম কয়েকবছরের জন্য থাই পেয়ারা ও লেবু লাগাতে পারেন বাগানের চারিপাশ দিয়ে।
পরামর্শের জন্য উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করুন।
কৃষক হাফেয সোহানের নাম্বার- 01778255246