MENU

Fun & Interesting

যার সামনে সব সাহস হারিয়ে ফেলেছিলেন আলী (রাঃ)!

Islamic Video Bangla 407,612 1 year ago
Video Not Working? Fix It Now

যার সামনে সব সাহস হারিয়ে ফেলেছিলেন আলী (রাঃ)! ............... হযরত উমর রাঃ কে অন্য সাহাবীরা বেশ সমীহ করে চলতেন, এটা কম-বেশি আমরা সবাই জানি। কিন্তু আজকে যে ঘটনাটি উল্লেখ করতে যাব, যা হয়তো অনেকেরই আগে কখনো শুনেন নি। হযরত উমর রাঃ যখন মুসলিম জাহানের খলিফা তখন একটি বিষয়ে তার সাথে কথা বলা খুব জরুরি হয়ে পরেছিল। কিন্তু সাহাবীদের কেউই কথাটি বলার সাহস পাচ্ছিলেন না। শেষমেষ দায়িত্ব দেয়া হয় হযরত আলী রাঃকে। আলী রাঃ সাহস করে এগিযে যান খলিফার সাথে কথা বলতে। কিন্তু মজার বিষয় হচ্ছে, তিনি খলিফার সামনে গিযে সব সাহস হারিয়ে ফেলেন, আর ফিরে এসে বলেন, আমার পক্ষে এ ব্যাপারে খলিফার সাথে আলাপ করা সম্ভব নয়। প্রশ্ন হচ্ছে, কি এমন কথা যা খলিফাকে বলা খুবই জরুরি, অথচ কেউই সাহস করে বলতে পারছেন না? খলিফা উমর রাঃ রাগী স্বভাবের মানুষ ছিলেন এটা সত্য, কিন্তু তিনি তো অযথা কারো প্রতি রাগ করতেন না। তাহলে কেন তার সাথে এত গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে সাহাবীদের এত দ্বিধা-দ্বন্দ্ব? আর শেষ পর্যন্ত কি কেউ খলিফাকে কথাটি বলতে পেরেছিলেন? সব প্রশ্নের উত্তর থাকবে আজকের ভিডিওতে। আর হলফ করে বলতে পারি, সম্পূর্ণ ঘটনা জানার পর হযরত উমর রাঃ এর প্রতি আপনার শ্রদ্ধা বেড়ে যাবে বহুগুণ। ভিডিওয়েল শেষ পর্যন্ত থাকুন আমাদের সাথেই।

Comment