MENU

Fun & Interesting

কলকাতার কাছে গঙ্গার তীরে দারুণ আশ্রম ও মন্দির | আশ্রমের মনোরম পরিবেশ ও প্রসাদ এবং পরিসেবা অতুলনীয়

BhromonPothik Snigdha 159,708 lượt xem 1 year ago
Video Not Working? Fix It Now

ভ্রমণপথিক স্নিগ্ধার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত।

গঙ্গার ধারে অবস্থিত একটি আধ্যাত্মিক মন্দির (সারদা বিহার সেবা মন্দির) ও আশ্রমের আলোকে পূজা, আরতি, এবং মন্দিরের সৌন্দর্যে ভরা একটি অদৃশ্য পর্ব ভ্রমণের অভিজ্ঞান করুন। আশ্রমের আরতি পূজা এবং প্রসাদের মাধ্যমে আত্মীয়তা অনুভব করুন, এবং কাছাকাছির মন্দিরগুলি দেখে আমার সাথে সাথে আপনাদেরও মন আনন্দে ভরে উঠুক। এখানে খাওয়া থাকার জন্য কোনও নির্দিষ্ট চার্জ নেই।

অবশ্যই! গঙ্গার ধারে অবস্থিত এই আধ্যাত্মিক পরিবেশের আরতি পূজা, মন্দির দর্শন করে অসীম আনন্দ হতে পারে। আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে এই আধ্যাত্মিক মনোরম আশ্রমের ভিডিও শেয়ার করে দিন আপনার পরিচিত মহলে।

হাওড়া, শিয়ালদা এবং ফেরীঘাট থেকে এই আশ্রমে কিভাবে আসা যাবে সব বলা আছে ভিডিও তে।

এখানে আসার জন্য হাওড়া দিয়ে আসলে সাউথ ইস্টার্ন রেলে নলপুর স্টেশনে নেমে বামদিকে টোটো স্ট্যান্ডে এসে টোটো করে সারদা বিহার আশ্রমে আসা যাবে।
শিয়ালদা থেকে ট্রেনে নুঙ্গী স্টেশনে এসে অটো করে বাটানগর খেয়াঘাটে (নুঙ্গী খেয়াঘাট) এসে হীরাপুর খেয়া ধরে চলে আসা যাবে হীরাপুর সারদা আশ্রমে। খেয়াঘাট থেকে হাঁটা পথে ৪-৫ মিনিট সময় লাগবে।

গাড়িতে আসলে হাওড়া থেকে শিবপুর বোটানিক্যাল গার্ডেনের পাশ দিয়ে নাজিরগঞ্জ দিয়ে এসে সাঁজরাইল চাঁপাতলা মোড় পড়বে। তারপর বাঁদিকে এসে মানিকপুর যাবার রাস্তায় এসে বেলতলা মোড় পড়বে। এরপরে ডানদিকে সারেঙ্গা রোড। এখান থেকে রঘুদেববাটী স্কুলের বাঁদিকের রাস্তায় এসে হীরাপুর চক শ্রী কৃষ্ণ সারদা আশ্রমের নাম বললে যে কেঊ বলে দেবেন।

বজবজ খেয়াঘাট থেকে লঞ্চে করে বাউরিয়া খেয়াঘাট এসে টোটো বুক করে আসা যাবে।
বজবজ থেকে নুঙ্গী স্টেশনে এসে টোটো করে নুঙ্গী খেয়াঘাটে এসে হীরাপুর খেয়া ধরে হীরাপুর ঘাটে চলে আসা যাবে। এখান থেকে মিনিট তিনেক পায়ে হাঁটা পথেই গঙ্গার ধারে আশ্রম।

দ্রষ্টব্য:
আশ্রমে আসার আগে অবশ্যই যাবার আগের দিন ফোন করে গেলে প্রসাদ পেতে সুবিধা হবে কারণ আশ্রমের সেবাইত একজন।

আশ্রমের নাম এবং ঠিকানা :
সারদা বিহার সেবা মন্দির
শ্রীমৎ নচিকেতাসানন্দ মহারাজ
চকশ্রীকৃষ্ণ
হীরাপুর - হাওড়া

প্রেসিডেন্ট মহারাজের ফোন নম্বর:
9836753763
চিন্ময়ী চৈতন্য মহারাজের ফোন নম্বর:
9831575721

#mandir
#hindutemple
#aari
#ramkrishna
#vlog
#maa
#vivekananda
#onedaytrip
#familytrip
#saradamaa
#prasad
#travel
#spiritualjourney
#riverside
#river
#ganga
#bhromonpothik snigdha

ধন্যবাদ।

Comment