MENU

Fun & Interesting

এই তীব্র গরমে কিভাবে অর্কিড গুলোকে ভালো রেখেছেন পান্নালাল স্যার/Orchid care/@Banchharamerbagan

Video Not Working? Fix It Now

এই তীব্র গরমে কিভাবে অর্কিড গুলোকে ভালো রেখেছেন পান্নালাল স্যার/Orchid care/‎@Banchharamerbagan  কলকাতার তাপমাত্রার পারদ 43 ডিগ্রি পর করেছে।এমতবস্থায় আমাদের বাগানের গাছ গুলো খুব একটা ভালো নেই।বিশেষ করে যারা অর্কিড করেন তাদের খুবই সমস্যা হচ্ছে অর্কিডের যত্ন নিয়ে। সে কারণেই আজ অর্কিড বিষেশজ্ঞ শ্রী পান্নালাল মুখোপাধ্যায় স্যার জানালেন কি ভাবে আমরা আমাদের অর্কিড গাছগুলো এই তীব্র গরমে ভালো রাখবো। আশা করছি এই ভিডিও আপনাদের অনেকটাই সাহায্য করতে পারে।

Comment