MENU

Fun & Interesting

খিলাফত — স্বপ্ন নাকি দুঃস্বপ্ন? | পর্ব ২ | Asad Noor | ইশতেহার | Ishtehar

Video Not Working? Fix It Now

#caliphate #খিলাফত #bangladesh খিলাফত — স্বপ্ন নাকি দুঃস্বপ্ন? Caliphate: A Dream or a Delusion? প্রথম পর্বের লিংক - https://youtu.be/fAgnsJv4h1g?si=ykrkIAC7E5wDP4oi ---- নবী মুহাম্মদের আয়ু ছিলো প্রায় ৬৩ বছর। তিনি যখন নবুয়্যত প্রাপ্ত হন, তখন তার বয়স ছিলো চল্লিশ। অর্থাৎ মুহম্মদের নবী-জীবন টিকে ছিলো মাত্র ২৩ বছর। আবার, এই ২৩ বছরের প্রথম কয়েক বছর চলে যায় নতুন চিন্তা প্রচারের জন্য ন্যূনতম নিরাপত্তা নিশ্চিত করতে। কারণ, মুহাম্মদের প্রস্তাবিত ও প্রবর্তিত নতুন ধর্ম শত-শত বছর ধরে চলে আসা আরবের পুরোনো ধর্ম ও সমাজ ব্যবস্থাকে সরাসরি চ্যালেঞ্জ করে। তাছাড়া আরবের মানুষরা তখন কোনো একটি নির্দিষ্ট ধর্ম বা সমাজে আবদ্ধ ছিলো না। গোত্র ভেদে, সম্প্রদায় ভেদে তাদের ছিলো ভিন্ন-ভিন্ন বিশ্বাস ও জীবন ব্যবস্থা। মুহাম্মদকে এসব পুরোনো ব্যবস্থায় ফাটল ধরিয়ে নিজ চিন্তা-ভাবনা প্রতিষ্ঠা করতে হয়েছে। তো, মুহাম্মদ জীবিত থাকতেই তার প্রবর্তিত নতুন ধর্মের একটা শক্তপোক্ত অবস্থান তৈরি হয়, এবং সেটা অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়ার মতো আবেদনও তৈরি করে। —সম্প্রসারণ কে না চায়? মুহাম্মদও চেয়েছিলেন। চেয়েছিলেন বলেই নেতৃত্বের বিভিন্ন স্তরে নতুন নতুন নেতা তৈরি করেন, এবং ইসলাম ধর্ম যেন সারা পৃথিবীতে ছড়িয়ে পড়তে পারে, তার একটা সম্ভাবনা নিশ্চিত করেন। মৃত্যুর আগ পর্যন্ত মুহাম্মদই ছিলেন মুসলমানদের অবিসংবাদিত নেতা। কিন্তু তিনি যখন এক নিমন্ত্রণে গিয়ে বিষ মিশ্রিত খাবার খাওয়ার ফল হিসাবে এক সময় মারাত্মক অসুস্থ হয়ে পড়েন, তখন সবার মনে একটাই প্রশ্ন জেগেছিলো, —মুহাম্মদের পর কার হাতে উঠবে ইসলামের পতাকা? নেতৃত্বের দাবিদারও কিন্তু কম ছিলো না। প্রধান চার খলিফাসহ অনেকেই নিজেকে নবীর যোগ্য উত্তরসুরী মনে করতেন। সেক্ষেত্রে মুহাম্মদ যদি তার মৃত্যুর আগে পরবর্তী নেতা নির্ধারণ করে দিয়ে না যান, তাহলে স্বার্থের সংঘাত অনিবার্য, —এ কথা নিশ্চয় তিনি জানতেন। তবে কি তিনি নেতা নির্বাচন করেছিলেন? নাকি করেননি? খিলাফত নিয়ে ইশতেহারের বিশেষ আয়োজনের প্রথম পর্বে আমরা বলেছিলাম ইতিহাসের কৃষ্ণগহ্বরের কথা। বলেছিলাম, সেই কৃষ্ণগহ্বর থেকে তুলে আনবো এমন কিছু সত্য, যা ঢাকা পড়ে আছে অন্ধ বিশ্বাসের আড়ালে। এই পর্বে আজ আপনাদেরকে নিয়ে যাবো অন্ধকারের ওপারে, খুঁজবো সত্য ও সুন্দর; খুঁজবো খিলাফতের ইতিহাস। Join this channel to get access to perks: https://www.youtube.com/channel/UCmfwb_Qn_ZJqngi7J-xtz3Q/join

Comment