MENU

Fun & Interesting

আমার ওমরাহ্‌ ও সৌদি আরব ভ্রমণ।

Free Motion By Firoz Hasan 2,163,163 1 year ago
Video Not Working? Fix It Now

আমার ওমরাহ্‌ ও সৌদি আরব ভ্রমণ। আমার একটা বড় স্বপ্ন ছিল সৌদি আরবে গিয়ে ওমরা পালন করার, আলহামদুলিল্লাহ আমার সেই স্বপ্নটা পূরণ হয়েছে। এই ভিডিওতে আমি আমার সৌদি আরবের ট্যুরের কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন ও ঐতিহাসিক জায়গা গুলা তুলে ধরার চেষ্টা করেছি। আপনিও চাইলে এই লিঙ্কে গিয়ে সকল ইনফরমেশন বিভিন্ন্য ভাষায় দেখতে পারেন। haj.gov.sa/MediaAndAwareness/Guides কিভাবে আপনি সৌদি আরবের ওমরাহ ভিসা পেতে পারেন সেই ব্যাপারটা তুলে ধরার চেষ্টা করেছি।এবং সৌদি আরবের ঐতিহাসিক জায়গা, যেমন মক্কা, মদিনা, জাবালে নূর, মসজিদে নববী, মসজিদে আয়েশা, মসজিদে কিবলাতাইন, মসজিদে কুবা, ওহুদ পাহাড়, রুম্মত পাহাড়, জান্নাতুল বাকী, রিয়াজুল জান্নাতসহ বিভিন্ন জায়গা ঘুরে দেখেছি এবং তা ভিডিও আকারে ধারণ করার চেষ্টা করেছি। আশা রাখি এই ভিডিওতে আপনারা সৌদি আরব ভ্রমণের একটা সুন্দর ধারণা পাবেন।

Comment