MENU

Fun & Interesting

আমি কি করিলাম এই মানব জনম পাইয়া - শ্রীকৃষ্ণের বাণী সংঘ পশ্চিম কাউয়াদি ( মজুমদার বাড়ি )

Video Not Working? Fix It Now

লিরিক্সঃ- আমি কি করিলাম এই মানব জনম পাইয়া দয়াল গুরু গো... আমার দিন কি এমনি যাবে বইয়া।। আমি সংসারে সংসারী হইয়া মহামায়ার ফান্দে পইড়া কাম রসেতে রইয়াছি মজিয়া........ গুরু গো।। আমার গেলো সুখে বাল্যকাল....... গেলো স্বাধের যৌবন কাল গো.......।। আমার বৃদ্ধকাল যায়... ভাবিয়া চিন্তিয়া।। দয়াল গুরু গো... আমার দিন কি এমনি যাবে বইয়া।। ও গুরু গো......... আমার ঘর, আমার বাড়ি..... আমার পুত্র, আমার নারী... শুইয়া শুইয়া কতো স্বপন দেখি.... গুরু গো।। একদিন প্রাণ পাখি যাবে উড়ে....... এই সোনার খাঁচা..... থাকবে পড়ে রে....।। সেদিন পুত্র দিবে... মুখে অনল দিয়া।। দয়াল গুরু গো.... আমার দিন কি এমনি যাবে বইয়া।। আমি কি করিলাম এই মানব জনম পাইয়া দয়াল গুরু গো.... আমার দিন কি এমনি যাবে বইয়া।। ও গুরু গো........ অর্থের লোভে ভোগ বিলাসে..... ভকত বৈষ্ণব ছেড়ে ঘুড়ি ফিরি কতো দেশ বিদেশে..... গুরু গো।। এবার বলে গোঁসাই দূর্গাদাসে...... আমি সর্বহারা কর্ম দোষে গো.....।। ওগো শেষের দিনে.... নিয় গো ত্বরাইয়া।। দয়াল গুরু গো.. আমার দিন কি এমনি যাবে বইয়া।। -~-~~-~~~-~~-~- Please watch: "কীর্তনটি না শোনলে মিস করবেন। Kriton ti na sunle miss korben.. hare krishna" https://www.youtube.com/watch?v=N6yR7zb3dWc -~-~~-~~~-~~-~-

Comment