পবিত্র কুরআনে এমন কিছু আয়াত রয়েছে যেগুলো আমাদেরকে জীবনের বাস্তবতা মনে করিয়ে দেয়।
কিছু আয়াত রয়েছে যা আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়, আমরা কীভাবে নিজেরাই নিজেদের জীবনটাকে কষ্টের মধ্যে ফেলে দিই। আর কিছু আয়াত রয়েছে যা আমাদেরকে জীবনের সব দুঃখ, কষ্ট, ভয় হাসিমুখে পার করার শক্তি যোগায়।
এরকম একটি আয়াত হলো সূরা আল বাকারার ১৫৫ নম্বর আয়াতটি। কুরআনের তাফসীর পর্বে আজ থাকছে এই আয়াতটি নিয়ে আলোচনা।
যুক্ত থাকুন Deen Daily টেলিগ্রাম চ্যানেলেঃ https://t.me/deendailyofficial
#DeenDaily
সাবস্ক্রাইব করুন Deen Daily ইউটিউব চ্যানেলেঃ
https://www.youtube.com/c/DeenDaily?sub_confirmation=1