এই পর্বে আপনাদের জন্যে আমাদের নিজেদের পছন্দের ১০টি অসাধারণ সিনেমার তালিকা নিয়ে হাজির হয়েছি। যে সিনেমাগুলো কেবল সিনেমা হিসেবেই সুন্দর নয়, একই সাথে বিশেষ প্রভাব ফেলতে পেরেছে এমন। আমি গ্যারান্টি দিয়ে বলব, এই ১০টি সিনেমার একটা সিনেমাকেও আপনি হেট করতে পারেবন না, খারাপ বলতে পারবেন না, তবে হ্যাঁ এই সিনেমাগুলোতে ধুন্দুমার একশন নেই, নেই টান টান উত্তেজনার থ্রিল। তবে জীবন আছে, সজিবতা আছে, অসাধারণ ফিল গুড মোমেন্ট রয়েছে..যেবিষয়গুলো আপনাকে সিনেমা স্ক্রিণে বেধে রাখবে শুরু থেকে শেষ পর্যন্ত..আর সিনেমা শেষে অসাধারণ েএক জীবনবোধ নিয়ে বের হবেন।
চলুন শুরু করা যাক, থাকুন ভিডিওর শেষ মুহুর্ত পর্যন্ত ।
#top10 #feel_good_movies