MENU

Fun & Interesting

কুরআনের তাফসীর করলে মাহফিলে জনগন থাকেনা কেন? দায়ী কারা? Allama Mozammel Haque New Tafsir

Tahjib Center 15,240 2 years ago
Video Not Working? Fix It Now

সূরা ক্বমার এর ধারাবাহিক তাফসীর, পর্ব-২, আয়াত : ৯-১৭ || Surah Kamar Tafsir : 9-17 || অধ্যক্ষ মাওলানা মোজাম্মেল হক || Mozammel Haque Barisal || Tahjib Center. #tahjibcentermozammelhaque Stay tuned by subscribing to our channel to hear more new Waz mahfil, tafsir mahfil, hamd-naat / Islamic music, and recitation of the Holy Quran. আজকের তাফসীরের উল্লেখিত আয়াত ও অনুবাদ সুরা ক্বামার كَذَّبَتْ قَبْلَهُمْ قَوْمُ نُوحٍ فَكَذَّبُوا عَبْدَنَا وَقَالُوا مَجْنُونٌ وَازْدُجِرَ তাদের পূর্বে নূহের সম্প্রদায়ও মিথ্যারোপ করেছিল। তারা মিথ্যারোপ করেছিল আমার বান্দা নূহের প্রতি এবং বলেছিলঃ এ তো উম্মাদ। তাঁরা তাকে হুমকি প্রদর্শন করেছিল। [সুরা ক্বামার - ৫৪:৯] فَدَعَا رَبَّهُ أَنِّي مَغْلُوبٌ فَانتَصِرْ অতঃপর সে তার পালনকর্তাকে ডেকে বললঃ আমি অক্ষম, অতএব, তুমি প্রতিবিধান কর। [সুরা ক্বামার - ৫৪:১০] فَفَتَحْنَا أَبْوَابَ السَّمَاء بِمَاء مُّنْهَمِرٍ তখন আমি খুলে দিলাম আকাশের দ্বার প্রবল বারিবর্ষণের মাধ্যমে। [সুরা ক্বামার - ৫৪:১১] وَفَجَّرْنَا الْأَرْضَ عُيُونًا فَالْتَقَى الْمَاء عَلَى أَمْرٍ قَدْ قُدِرَ এবং ভুমি থেকে প্রবাহিত করলাম প্রস্রবণ। অতঃপর সব পানি মিলিত হল এক পরিকম্পিত কাজে। [সুরা ক্বামার - ৫৪:১২] وَحَمَلْنَاهُ عَلَى ذَاتِ أَلْوَاحٍ وَدُسُرٍ আমি নূহকে আরোহণ করালাম এক কাষ্ঠ ও পেরেক নির্মিত জলযানে। [সুরা ক্বামার - ৫৪:১৩] تَجْرِي بِأَعْيُنِنَا جَزَاء لِّمَن كَانَ كُفِرَ যা চলত আমার দৃষ্টি সামনে। এটা তার পক্ষ থেকে প্রতিশোধ ছিল, যাকে প্রত্যখ্যান করা হয়েছিল। [সুরা ক্বামার - ৫৪:১৪] وَلَقَد تَّرَكْنَاهَا آيَةً فَهَلْ مِن مُّدَّكِرٍ আমি একে এক নিদর্শনরূপে রেখে দিয়েছি। অতএব, কোন চিন্তাশীল আছে কি? [সুরা ক্বামার - ৫৪:১৫] فَكَيْفَ كَانَ عَذَابِي وَنُذُرِ কেমন কঠোর ছিল আমার শাস্তি ও সতর্কবাণী। [সুরা ক্বামার - ৫৪:১৬] وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْآنَ لِلذِّكْرِ فَهَلْ مِن مُّدَّكِرٍ আমি কোরআনকে সহজ করে দিয়েছি বোঝার জন্যে। অতএব, কোন চিন্তাশীল আছে কি? [সুরা ক্বামার - ৫৪:১৭]

Comment