দেশি কবুতরের খামারি মোঃ ময়নুল ইসলাম তিনি পেশায় একজন ভেটেরিনারি ডাক্তার পাশা পাশি গড়ে তুলেছেন বিশাল একটি দেশি কবুতরের খামার। বর্তমানে এই খামারে আছে ৪০০ টি সম্পূর্ণ দেশি জাতের কবুতর এর মধ্যে কিছু গিরিবাজ জাতের সহ। প্রতি মাসে বাচ্ছা পাচ্ছেন এখান থেকে ১২০ থেকে ১৩০ জোড়ার মতো। দেশি কবুতর পালন করে আয় করতে হলে কবুতর আগে চিনতে হবে এটা খামারি জানান। কবুতর পালন পুরাতন এবং নতুনদের জন্য যে কোন পরামর্শ চাইলে এই খামারির থেকে পাওয়া যাবে। দেশি কবুতর পালন থেকে এই খামারির আয় ১০,০০০ থেকে ১২,০০০ টাকা মতো প্রতি মাসে। বিস্তারিত জানতে হলে ভিডিওটি দেখুন আশা করি আপনাদের ভালো লাগতে পারে এবং উপকারে আসতে পারে।
বিশাল দেশি কবুতরের খামারির ঠিকানা
নামঃ- মোঃ ময়নুল ইসলাম
গ্রামঃ- সোহাগ বাড়ি
থানাঃ- চাটমোহর
জেলাঃ- পাবনা
মোবাইল নাম্বার- 01747652291
এই ভিড়িওটি দেখবার জন্য আপনাকে "Worlds of Light" YouTube Channel এর পক্ষো থেকে অনেক ধন্যবাদ । আমাদের চ্যানেলের ভিডিও নিয়মিত দেখতে অবশ্যই চ্যানেলটি Subscribe করতে ভুলবেন না।
ইউটিউব চ্যানেল নাম্বার -- 01912963159 (মোঃ সুমন হোসেন) (এডমিন)
Pages Facebook :: https://www.facebook.com/Shumonbd1987
#WorldsofLight