লন্ডনের পার্কগুলো কত সুন্দর, তা বলে বোঝানো মুশকিল। এখানে গাছপালা, ফুল, সবুজ ঘাসে ভরা, আর হাঁসগুলো শান্তভাবে পানিতে ভেসে বেড়ায়। মজার বিষয় হলো, এই হাঁসগুলোকে কেউ ধরা বা বিরক্ত করে না। তারা নির্ভয়ে ঘুরে বেড়ায়, যেন মানুষের সঙ্গে বন্ধুত্ব করে ফেলেছে। পুরো পরিবেশটাই খুবই শান্তিময় আর নিরিবিলি।
#LondonPark
#DucksInLondon
#DucksInLondon
#FlyFaster