Naphthalene,কর্পূর, মথবল, বিভিন্ন নামে পরিচিত। মূলত কীটনাশক হিসেবেই পরিচিত কিন্তু গাছের ক্ষেত্রে খুবই ক্ষতিকারক। সেই সঙ্গে পরিবেশ, মানুষ, পোষা পশুপাখি,এমনকি জল পর্যন্ত এর কুপ্রভাবে আক্রান্ত ও দূষিত হয়। গাছে কীটপতঙ্গ তাড়ানোর জন্য কোনভাবেই ন্যাপথলিন প্রয়োগ করা উচিত নয়-সাহিদুর