MENU

Fun & Interesting

আর মরবেনা আপনার আম গাছ বসানোর পদ্ধতি ও পরিচর্যা সহজভাবে শিখে নিন

Green Friends 166,151 3 years ago
Video Not Working? Fix It Now

#mango_plant_care #mango_plant_poting_mix আম গাছ আমাদের পছন্দের তালিকায় প্রথম হয়ে গেছে গাছ বসানো থেকে শুরু করে কোন জাতের কিনলে ভালো হবে আর কোন গাছের কেমন দাম কোথায় গেলে ভালো গাছ পাব এ নিয়ে আমাদের তোলপাড় চলছে ইউটিউব জগতে। কিন্তু এই সবকিছুর মাঝখানে আমি চাইছি আপনাদের যে কাজগুলি নষ্ট হচ্ছে আর নষ্ট না হয়। সভায় প্রচুর পরিমাণে আম গাছ তৈরি করুন ও ছাদে গাছে গাছে ভরিয়ে ফেলুন। যেহেতু আমি নিজে আমগাছ করি না এখনও পর্যন্ত করিনি তাই আপনাদের বলবো আপনারাও হাল ছাড়বেন না তার কারণ আমি নিজে না আমগাছ করলেও আপনারা কত সহজে আমগাছ করতে পারবেন সে বিষয় নিয়ে আলোচনা করেছি আজ। এই ভিডিও আপনাদের অবশ্যই কাজে লাগবে প্রত্যেকটা মানুষের কাজে লাগবে আমরা যারা ছাদে বাগান করছি। খুব সুন্দর ভাবে আমাদেরকে বুঝিয়েছেন বেরী প্রয়াস নার্সারির মালিক অমিতদা সত্যি কথা বলতে কি এই ধরনের ভিডিও কোন নার্সারি মালিক দিতে চায়না তাই আপনাদের ভালোবাসায় আপনাদের নিজের চ্যানেল যদি কোন জায়গায় কোন কিছু রিকোয়েস্ট করে অবশ্যই কিন্তু নার্সারির কর্ণধার আমাদেরকে হেল্প করবে করবে। এছাড়া রোজ দুপুর একটায় নতুন ভিডিও থাকে আপনাদের জন্য যদি একটু ফলো করেন ভালো বাগান করা সকলের পক্ষে সম্ভব হবে কারণ এই চ্যানেলে সমস্ত মানুষের অভিজ্ঞতা শেয়ার করা হয়।

Comment