শুভেন্দু অধিকারীকে সত্যিই কি আর অমিত শাহ পাত্তা দিচ্ছেন না? এই জল্পনা বঙ্গ বিজেপির অন্দরে বেশ কিছুদিন ধরে চলছে। গত ১৩ ফেব্রুয়ারি শুভেন্দু দিল্লিতে নাকি অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েও তা পারেননি। একইভাবে অমিত শাহ শুভেন্দুর ফোন ধরাও নাকি বন্ধ করে দিয়েছেন। অমিত শাহ পাত্তা দিচ্ছেন না বলে অন্য কেন্দ্রীয় নেতারাও নাকি শুভেন্দুকে এড়িয়ে চলছেন! বিষয়টা যে খুব একটা অসত্য নয়, তার প্রমাণ পাওয়া গেল বুধবার। বিজেপি সূত্রে খবর, বঙ্গ বিজেপির দায়িত্ব এবার থেকে অমিত শাহের কাঁধেই দিয়েছে দল। তাই বঙ্গ বিজেপির সাংগঠনিক অবস্থা নিয়ে বুধবার নিজের বাসভবনে বৈঠক করেছেন শাহ। ডেকে নিয়েছিলেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বঙ্গ বিজেপির সহ পর্যবেক্ষক অমিত মালব্যকে। এর পরেই জল্পনা শুরু হয় যে, শাহ বাসভবনে বাংলা নিয়ে বৈঠক করছেন, অথচ সেখানে কেন ডাক পাচ্ছেন না শুভেন্দু অধিকারী? তাহলে কি যে জল্পনা চলছিল, সেটাই সত্য হতে চলেছে। এখন কি শুভেন্দুর থেকে অনেক বেশি কাছের হয়ে গেছেন সুকান্ত? এ মাসের শেষ দিকে অমিত শাহের বঙ্গ সফরে আসার কথা। সেখানেও কি একই ছবি দেখা যাবে? এই নিয়েই চর্চা বঙ্গ বিজেপির অন্দরে।
#suvenduadhikari #sukantamajumdar #amitshah
#bjp #sunilbansal #breakingbangla #amitmalabya #bengalinews #bengalipoliticalnews #bengalitrendingnews