আমাদের প্রভু এক, এক নবীর উম্মত
নওশাদ মাহফুজের কন্ঠে সুন্দর গান ।
আমাদের প্রভু এক,
আমরা এক নবীর উম্মত।
জীবন বিধান এক,
ঐশী বাণী কুরআন।
তবে কেন এক নও,
হে মুসলমান?
এক হও এক হও,
করি আহ্বান।
.
বাইতুল্লাহ এক,
মদীনা শরীফ এক।
ওহুদ পাহাড় এক,
বদরের মাঠ এক।
একটাতো জীবন আর,
মরণও তো একবার।
সকলের তরে আছে
একই স্থান
তবে কেনো এক নও,
হে মুসলমান?
এক হও এক হও,
করি আহ্বান।
.
হাশরের মাঠ এক,
মিজানের মাপ এক।
লাওহে মাহফুজ এক,
পুলসিরাতও এক।
একটাই তো চাঁদ আর,
একটাই সূর্য
ধরাতে নিয়ম মেনে
আলো করে দান
তবে কেনো এক নও,
হে মুসলমান
এক হও এক হও,
করি আহ্বান।
.
এক হও এক হও,
করি আহ্বান।
#Islamic|_song
#bangla_gojol
#Gojol