বিয়ে ডিভোর্স পুত্র সন্তানের কথা গোপন করে একের পর এক সম্পর্কে জড়িয়েছেন তিনি! রাতে নিয়মিত বোতল পার্টি,টাকায়ালাদের সাথে দেশ বিদেশে প্লেজার ট্রিপ। মাতাল হয়ে রাস্তায় মাতলামি, ঘুমের ঔষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা,সাংবাদিককে উড়িয়ে দেয়ার হুমকি… সবই করেন তিনি। অভিনয় মডেলিংয়ের আড়ালে ডজনখানেক নায়ক গায়ক প্রোডিউসারের সাথে সম্পর্কে জড়িয়েছেন। ছোটো পর্দায় অভিনয় মডেলিং ছাপিয়ে নানা সমালোচিত কর্মকান্ডে বেশি আলোচিত তিনি। নাম তানজিন তিশা। বিস্তারিত করাপশন ইন মিডিয়ার নিউজে।