ডাটা চাষী
------------
অসিল উদ্দিন
গ্রাম- দক্ষিণ শ্যামপুর
ইউনিয়ন- ভাকুর্তা
থানা- সাভার, জেলা- ঢাকা
যেভাবে মাত্র ২৬ দিনে ডাটা চাষ করবেন
==============================
অসিল উদ্দিন। তার বাড়ী সাভার উপজেলার হেমায়েতপুর এলাকায়। তিনি সারাবছরই বিভিন্ন ধরনের শাক-সবজির চাষ করে থাকেন। তারমধ্যে লালশাক, ডাটা শাক, পাট শাক, লাউ, চালকুমড়া, ধনিয়া পাতা অন্যতম। ঢাকার পাশ্ববর্তী এলকা হওয়ায় এসব শাক-সবজির চাহিদাও বেশী আবার বাজারদরও ভালো পেয়ে থাকেন। এসময় তার ৫১ শতাংশ জমিতে ডাটা চাষ করেছেন। আপনারা যে ডাটার ভিডিওটি দেখবেন, সেটার বয়স মাত্র ২৬ দিন। তো আসুন কিভাবে তিনি এত অল্প সময়ে এতসুন্দর ডাটা চাষ করলেন, রোগ-বালাই কি কি হয়, আয় ব্যয় সম্পর্কিত তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আশাকরি পুরো ভিডিওটি দেখবেন----------