MENU

Fun & Interesting

আফ্রিকার সুইজারল্যান্ড থেকে সোমালিয়া কেন বিশ্বের ২য় দরিদ্রতম দেশ হলো | Why Somalia is so Poor

ADYOPANTO 379,478 2 years ago
Video Not Working? Fix It Now

এক সময় আফ্রিকার সুইজারল্যান্ড হিসেবে খ্যাত সোমালিয়া আজ কেন এত গরিব ?? আদ্যোপান্ত সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিন 🔔 : https://www.youtube.com/ADYOPANTO শান্তি ও সমৃদ্ধিতে একসময় যে দেশ খ্যাতি পেয়েছিল আফ্রিকার সুইজারল্যান্ড হিসেবে, আজ সেই দেশ এক বিভীষিকার নাম। যে দেশের নাম শুনলেই সবার চোখে ভাসে যুদ্ধ বিগ্রহ আর জলদস্যুদের কথা। দারিদ্রপীড়িত সে দেশটি আজ দুর্ভিক্ষ-খরায় জরাজীর্ণ। বলছিলাম আফ্রিকার দেশ সোমালিয়ার কথা। দীর্ঘদিনের রাজনৈতিক সংঘাত, সহিংসতা এবং প্রাকৃতিক দুর্যোগ সোমালিয়ায় দারিদ্র্যকে স্থায়ী করেছে। বর্তমানে দেশটির দারিদ্র্যের হার প্রায় ৭০ শতাংশ। যেখানে অতি দারিদ্র্যের হার ৬০ শতাংশের বেশি। ১৭ মিলিয়নের বেশি মানুষের বাস দেশটিতে। তার মধ্যে ১০ মিলিয়নেরও বেশি মানুষ গরিব। অর্থাৎ দেশটির প্রতি ১০ জনের মধ্যে ৭ জনই দরিদ্র। ২০২১ সালের হিসেব অনুযায়ী সোমালিদের মাথাপিছু আয় মাত্র ৪৪৭ মার্কিন ডলার। সাব-সাহারান আফ্রিকার অন্যতম দরিদ্র এই দেশটির মোট জনসংখ্যার প্রায় অর্ধেকই দৈনিক খাবারের জোগানটাই নিশ্চিত করতে পারে না। এক কথায় দুর্বিষহ জীবনযাপন করছে মুসলিম অধ্যুষিত এই দেশটির সাধারণ মানুষ। একসময়কার বর্ণাঢ্য এই অঞ্চলটির কেন আজ এই দুরবস্থা? আর কেনই বা সোমালিয়া বর্তমানে এত দারিদ্রপীড়িত ?? ▶ Follow Me on Facebook: https://www.facebook.com/damahbub ▶ Follow Me on Instagram: https://www.instagram.com/da.mahbub 💻 যুক্ত হোন: ফেইসবুক: https://www.facebook.com/Adyopanto 💻 আমাদের ওয়েবসাইট: https://www.atpoure.com 📌 For Copyright Related Issues, please contact us: [email protected]

Comment