সত্তর টাকায় গাড়ি চলবে ১৫০ কিঃমিঃ, তৈরি করতে পারবের মনের মত ডিজাইনের ইজিবাইক !
বৈদ্যুতিক রিকশা একপ্রকার বিদ্যুৎচালিত তিনচাকাবিশিষ্ট বাহন। কম দাম ও বিদ্যুৎচালিত হওয়ার কারণে জ্বালানী খরচ না থাকায় এটি অর্থনৈতিক দিক থেকে বেশ লাভজনক। এ কারণে তা অনেক বেকার যুবকের কর্মসংস্থানের মাধ্যম হয়ে উঠেছে। এছাড়া এই বাহনগুলো শব্দদূষণও করে না।
সত্তর টাকায় গাড়ি চলবে ১৫০ কিঃমিঃ, তৈরি করতে পারবের মনের মত ডিজাইনের ইজিবাইক !