এই ভিডিওতে আমরা আলোচনা করেছি বাংলা সাহিত্যের মধ্যযুগ হতে চাকরির বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ MCQ নিয়ে আলোচনা।
১২০১ থেকে ১৮০০ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে বাংলা সাহিত্যের মধ্যযুগ হিসেবে ধরা হয়। ১২০৪ সালে ইখতিয়ার উদ্দীন মুহম্মদ বখতিয়ার খলজি কতৃক নদীয়া বিজয়ের মাধ্যমে বাংলায় মুসলিম শাসনের গোড়াপত্তন হয়। বাংলা সাহিত্যের মধ্যযুগ ছিল ধর্মকেন্দ্রিক।অর্থাৎ ধর্মীয় আবেশে মধ্যযুগে সাহিত্য রচনা হত।
বাংলা সাহিত্যের মধ্যযুগের কিছু তথ্যঃ
ব্যাপ্তিকালঃ ১২০১ – ১৮০০ খ্রিস্টাব্দ ।
প্রধান নিদর্শনঃ শ্রীকৃষ্ণকীর্তন
কাব্যের প্রধান গুণঃ ধর্ম নির্ভরতা
প্রধান কবিঃ দৌলত কাজী, আলাওল ,
মধ্যযুগের শেষকবিঃ ভারতচন্দ্র রায়গুণাকর
বিসিএসকে সামনে রেখে আমরা সমস্ত সব বিষয়ের উপরে ধারাবাহিকভাবে বিভিন্ন ধরনের টিউটোরিয়াল ও মডেল টেস্ট নিয়ে আপনাদের সামনে আসব।আপনাদের যদি কোনো মতামত থাকে আপনারা কোন ধরনের ভিডিও চান অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না।
#সবাই ভাল থাকবেন । ধন্যবাদ।