হাডুডু কিং রাব্বি টাইগার এবং বাবু বেজির হাডুডু খেলা মহিষাবাড়ি বনাম ইয়াংস্টার ক্লাব এর । স্থান সোনাতলা থানার বালুয়াহাট ইউনিয়িন এর রশিদপুর নতুন বাজার এ হাজার হাজার দর্শক এর মাঝে বিশাল হাডুডু খেলা শুরু হয় । হাডুডু খেলা দেখে দর্শক রা অনেক মজা পায় , কারন দুই টা দলের প্লেয়ার খুব শক্তিশালী । হাড্ডা হাড্ডি লড়ায় করে খেলা টা শেষ হয় । ইয়াংস্টার ক্লাব কে ৩ পয়েন্টে হারিয়ে মহিষাবাড়ি বিজয় লাভ করে ।