MENU

Fun & Interesting

তোমায় দেখার ইচ্ছে জাগে এই অন্তরে বার বার বার। শানে দরবারে কাগতিয়া ভলিউম ৪২

Fayejequran 18,554 2 years ago
Video Not Working? Fix It Now

তোমায় দেখার ইচ্ছে জাগে এই অন্তরে বার বার। শানে দরবারে কাগতিয়া। ভলিউম ৪২ ___________________________________________________________________________________________________________________________________________________ 🌟 মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ এর মূলনীতিঃ 📌 আহলে সুন্নাত ওয়াল জাম‌আত আক্বিদা ভিত্তিক আক্বিদা পোষণ করা। 📌 সদস্যদের মধ্যে পারস্পরিক মুহাব্বাত স্থাপন করা। 📌 সাংগঠনিক ঐক্যের ভিত্তিতে সুশৃঙ্খল পদ্ধতিতে এশায়াতের দিকে অগ্রসর হ‌ওয়া। 📌 খুলুছিয়তের ভিত্তিতে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করা। 📌 আল্লাহ ও হযরত নবী করীম (সাঃ) এর সন্তূষ্টিজনক চরিত্র দ্বারা চরিত্রবান হ‌ওয়া। 🌟 মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ এর লক্ষ্য ও উদ্দেশ্যঃ 📌 আধ্যাতিক বিকাশের মাধ্যমে বিপথগামী যুবকদের সেরাতুল মোস্তাকিমের দিকে ধাবিত করে আহলে সুন্নাত ওয়াল জাম‌আত এর উপর প্রতিষ্ঠিত রাখা। 📌 যুব সমাজকে নৈতিক অবক্ষয় থেকে পরিত্রাণ দেওয়া। 📌 সৎ কাজে উৎসাহিতকরণ এবং মন্দ কাজ থেকে বিরত থাকার পরামর্শ প্রদান করা। 📌 অশ্লীলতা ও বেহায়াপনা থেকে সমাজকে রক্ষা করা। 📌 পার্থিব ও আধ্যাত্মিক কল্যাণ সুনিশ্চিত করা। 🌟 মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ এর কর্মসূচি সমূহঃ 📌 মসজিদ ভিত্তিক মাসিক মাহফিল বাস্তবায়ন করা। 📌 শাখা ভিত্তিক এশায়াত মাহফিল আয়োজন করা। 📌 শিক্ষাঙ্গন ভিত্তিক এশায়াত সেমিনার আয়োজন এবং সচেতন মূলক কর্মসূচি গ্রহণ করা। 📌 পাঠাগার ভিত্তিক সহীহ কোরআন ও নামাজের প্রশিক্ষণের ব্যবস্থা করা। 📌 নগর ভিত্তিক 'এশায়াত সম্মেলন','গাউছুল আজম কনফারেন্স','তরিক্বত কনফারেন্স' ইত্যাদি বাস্তবায়ন করা। 📌 সংগঠনের মুখপাত্র ত্রৈমাসিক মাসিক 'ফজলে আহমদী' ও বিভিন্ন প্রকাশনের মাধ্যমে তরিক্বতের পয়গাম মুসলিম বিশ্বের কাছে পৌঁছে দেওয়া। 🌟 মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ এর আহ্বানঃ 📌 কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের প্রতিষ্ঠাতা খলিলুল্লাহ, আওলাদে মোস্তফা,খলিফায় রসূল (দঃ) হযরত শায়খ ছৈয়দ গাউছুল আজম রাদিয়াল্লাহু আনহুর তরিক্বত একটি তাওয়াজ্জুহ বিশিষ্ট সিলসিলা যা বর্তমান বিশ্বে বিরল। 📌 অন্ধকারাচ্ছন্ন মানব সমাজকে প্রকৃত পীর-অলিরাই যে যে সুন্দর পথ ও আলো দেখাতে সক্ষম তার'ই এক উজ্জ্বল দৃষ্টান্ত হলেন হযরত শায়খ ছৈয়দ গাউছুল আজম রাদিয়াল্লাহু আনহু। 📌 আসুন হযরত শেখ সৈয়দ গাউসুল আজম রাদিয়াল্লাহু আনহুর এর একমাত্র খলিফা হযরত শায়খ ছৈয়দ মাননীয় মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী সাহেবের সিনার অপূর্ব নিয়ামত গ্রহণপূর্বক এ আধ্যাত্মিক সংগঠনে অন্তর্ভুক্ত হয়ে ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তি সুনিশ্চিত করি। আমিন, ছুম্মা আমিন। 🌟 কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের বাৎসরিক মাহফিল সমূহঃ 📌 ০৯ মহররম দিবাগত রাত পবিত্র আশুরা মাহফিল। 📌 ১১ রবিউল আউয়াল দিবাগত রাত পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (সাঃ) মাহফিল। 📌 ১১রবিউস সানি দিবাগত রাত পবিত্র ফাতেহায়ে ইয়াজদাহুম মাহফিল। 📌 ২৫ রজব দিবাগত রাত পবিত্র মিরাজুন্নবী( সাঃ) ও সালানা ওরছে হযরত গাউছুল আজম রাদিয়াল্লাহু আনহু উপলক্ষে ঈছালে ছাওয়াব মাহফিল 📌 ১৪ শাবান দিবাগত রাত পবিত্র শবে বরাত মাহফিল। 📌 ০৩রা রমজান ঐতিহাসিক খতমে কোরআন মাহফিল। 📌 প্রতি বৃহস্পতিবার সাপ্তাহিক মাহফিল (বাদে আছর হতে) 🌟 মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ 🌟 (একটি অরাজনৈতিক,তরিক্বত ভিত্তিক,আধ্যাত্মিক সংগঠন) প্রধান কার্যালয়ঃ আহমদিয়া তবলীগ কমপ্লেক্স,কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফ, রাউজান,চট্টগ্রাম #fayejequran #Quran #islam #islamic #islamicpost #islamicvideo #naat #naatshareef #naatsharif #Hadith #hadis #kagatia #eidmiladunnabi #miladunnabi #eid #kagatiadarbar #jasnejulus #জশনেজুলুছ #eidemiladunnabi #ঈদেমিলাদুন্নবী #কাগতিয়া #হাদিস #কোর‌আন #কাগতিয়াদরবারশরীফ #নাত #fyp #for #foryou #foryoupage #viral #reels #shorts #Bangladesh

Comment