মহাভারতের পান্ডবদের বনবাস ও অজ্ঞাতবাস নিয়ে আছে নানা কাহিনী। আর সেই কাহিনির জুড়ে আছে বীরভূম জেলার নানা স্থান। সেদিন ঝারখন্ডের ময়ূরাক্ষী নদীর তীরে নৌরাঙ্গি ধাম দেখে ফেরার পথে জানতে পারলাম কাছেই নাকি আছে এক স্থান যার নাম পান্ডব বন। সেখানে নাকি আছে আছে মহাভারতের সময়ের বহুপ্রাচীন এক বটগাছ । শুধু তাই নয় সেখান থেকে উদ্ধার হয়েছে নাকি পান্ডবদের অস্ত্র সস্ত্র। বেশ অবাক হয়েছিলাম তাই আর অপেক্ষে না করে আমার ভ্রমন সঙ্গী সনাতন দা আর কেসব কে নিয়ে সোজা চলেগেলাম সেই পান্ডব বনে। সাথে পেলাম নৌরাংগী গ্রামেরে দুই যুবক অমর ও পার্থকে। পান্ডব বন সঙ্গলগ্ন গ্রামতির নাম বৈদ্যনাথপুর আগে নাম ছিল “বীজনাথপুর।” রাজনগরের “বীর রাজা”-র সেনাবাহিনীতে কাজ করতেন ক্ষত্রিয় বংশোদ্ভূত বীজনাথ সিং। রাজনগরের বীর রাজার পতন হলে রাজনগরে শুরু হয় পাঠান রাজত্ব। বীজনাথ সিং সে সময় রাজনগর ছেড়ে চলে আসেন মহাভারতের পঞ্চপাণ্ডবদের অজ্ঞাতবাসের স্মৃতি বিজড়িত এই নির্জন স্থানে। এখানে এসে তিনি যেখানে প্রথম রাতটি কাটান, তার নাম হয় “রাত-ডিহি।” পরে এখন তা “রাগ-ডিহি।” আর বীজনাথ সিংয়ের নাম অনুসারে গ্রামের নাম হলো “বীজনাথপুর।” বর্তমানে “বৈদ্যনাথপুর।” বীরভূম জেলার মহম্মদ বাজার থানার চরিচা পঞ্চায়েতের অন্তর্গত হলো এই গ্রাম। পান্ডববন-বৈদ্যনাথপুর গ্রামের পূর্ব দিকে অবস্থিত।
বন্ধুরা , যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট, সেয়ার ও সাবস্ক্রাইব করে চ্যানলের সঙ্গে থাকবেন এই আশা রাখি ।
ব্যক্তিগত মতামত ও পরামর্শ দেওয়ার জন্য নিচের মেইল আইডি তে মেইল করুন। [email protected]
Stay Connected with me on Social Network :
Twitter : https://twitter.com/manasbangla
Facebook : https://www.facebook.com/manasbangla
Instagram :https://www.instagram.com/manasbangla
পাণ্ডবদের অজ্ঞাতবাস
পান্ডবদের অজ্ঞাতবাস এর নাম
মহাভারতের পান্ডবদের অজ্ঞাতবাস
অজ্ঞাতবাস অর্থ
মহাভারত
বিরাট রাজ্য
সংক্ষিপ্ত মহাভারত
ভীমের অন্যতম নাম
বৃহন্নলা কার নাম
মানস বাংলা
Manas Bangla
Manos Bangla
মানস বাঙলা
Manash Bangla