MENU

Fun & Interesting

বক্স ছেড়ে মৌমাছি চলে যাওয়ার কারন এবং তার সমাধান।

Moumachi Protipalan 25,216 4 years ago
Video Not Working? Fix It Now

বক্স ছেড়ে মৌমাছি চলে যাওয়ার কারন এবং তার সমাধান। মৌমাছি প্রতিপালন এর ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। সেই সব সমস্যা গুলিকে সমাধান করে নেওয়া টাই আমাদের কাজ। পিঁপড়ে, মাকড়সা, টিকটিকি, আরশোলা, ভিমরুল এছাড়াও বাইরে মধু সংগ্রহের জন্য গেলে মৌমাছি কে অনেক সময় বিভিন্ন পাখিদের কবলে পড়তে হয়। এর ফলে দু- চারটি মৌমাছি মারাও যেতে পারে। এটা তেমন একটা সমস্যা নয়। গ্রীষ্মের সময় সূর্যের তাপের সময় অতিরিক্ত রোদ্দুরে মৌমাছির বক্স কে রাখা উচিৎ নয় এবং প্রচন্ড শীতের সময় মৌ বক্স কে ছায়া জায়গায় রাখা উচিৎ নয়। ভিডিও তে যে সমস্ত প্রাণী, কীটপতঙ্গের সমস্যার সমাধান দেখানো হয়েছে, এই সমাধান গুলি মেনে চললে আশাকরি আপনার মৌ বক্স এর মৌমাছির কোনো সমস্যা হবে না। খুব সহজেই, বাড়িতে দেশি মৌমাছি পালন করে খাঁটি মধু উৎপাদন করুন - Link:https://youtu.be/qLXfZyLVXsE। মৌমাছি কে বাক্স বন্দি করার পদ্ধতি - Link:https://youtu.be/1O0opnZGWP8 মৌ বক্স রাখার সঠিক স্থান এবং কিভাবে, মৌ বক্স এর পরিচর্যা করবেন - Link:https://youtu.be/JrtwrFjCPMs #moumachi_protipalan #মৌমাছি_চাষ_পদ্ধতি #moumachi_chas #moumachi ধন্যবাদান্তে - মৌমাছি প্রতিপালন।

Comment