গতিদানব চিত্রা এক্সপ্রেস ট্রেনে যমুনা নতুন রেল সেতু পাড়ি | Crossing New Jamuna Rail Bridge
গতিদানব চিত্রা এক্সপ্রেস ট্রেনে যমুনা নতুন রেল সেতু পাড়ি | Crossing New Jamuna Rail Bridge
উল্লাপাড়া রেলষ্টেশন হতে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করলাম। আজ যচ্ছি ঢাকা দক্ষিনবঙ্গে চলাচলকারী চিত্রা এক্সপ্রেস ট্রেনে। কিছুদিন পূর্বে যমুনা নদীর উপর নতুন রেল সেতু নির্মাণ করা হয়েছে এবং বানিজ্যিকভাবে নতুন সেতু দিয়ে ট্রেন চলাচল শুরু হয়েছে। এই সেতু বর্তমানে একক রেল সেতু হিসেবে বাংলাদেশের সর্ববৃহৎ রেল সেতু যা দেশের অন্যতম বৃহৎ যমুনা নদীর উপর নির্মিত। আজ আমরা চিত্রা এক্সপ্রেস ট্রেনে নতুন এই রেল সেতু অতিক্রম করছি। সেতু উপর খুবই দ্রুত গতিতে ট্রেন চলার কারনে আমরা খুবই কম সময়ে দেশের দীর্ঘতম এই সেতু অতিক্রম করতে সক্ষম হলাম।
Follow Me on Instagram: https://www.instagram.com/tuhintraveler