MENU

Fun & Interesting

"হৃদয়স্পর্শী অসাধারণ একটা গল্প"❤️(তুমি আছো বলেই) এই বিয়েটা গোপন রাখবে,কারণ ঐটুকু মেয়ে স্ত্রী হিসাবে.

RM motivation story 61,258 7 months ago
Video Not Working? Fix It Now

"হৃদয়স্পর্শী অসাধারণ একটা গল্প"❤️(তুমি আছো বলেই) এই বিয়েটা গোপন রাখবে,কারণ ঐটুকু মেয়ে স্ত্রী হিসাবে. আরহা কথা বলবে সেই অবস্থায় নেই কেঁদেই চলেছে। মিসেস মারিয়া মলম নিয়ে আরহার শরীরের বিভিন্ন জায়গায় লাগিয়ে দিচ্ছে। আরহা অস্ফুট স্বরে বললো আর দিও না ম*রে যাবো। কোনমতে মলম লাগিয়ে দিলেন। হাত ধুয়ে খাবার খাইয়ে দিয়ে ঔষধ খাইয়ে দিয়ে বললেন, তুই একটু ঘুমিয়ে থাক তাহলে ব্যথা অনুভব হবে না। মিসেস মারিয়া উঠে আসলেন আর সহ্য করতে পারছেন না বাচ্চা মেয়েটার কষ্ট। নিজের রুমে এসে তার হ্যাসবেন্ডকে আঁকড়ে ধরে কেঁদে কেঁদে বলতে লাগলেন যার রানী হয়ে থাকার কথা ছিলো?আর সে? কেনো এমন হলো মোর্শেদ, আমি সহ্য করতে পারছিনা এই একরত্তি মেয়ের জীবনে এতো কষ্ট! মোর্শেদ আফরোজ নিজের ওয়াইফকে শান্তনা দিয়ে বললেন তুমি চিন্তা করো না আরহার ভবিষ্যৎ আমরা সুন্দর করে তুলবো অতীতের সব কষ্ট ভুলে রাজকন্যাদের মতো বড় হবে আমাদের আরহা। আরহার চোখে ঘুম নেই একে তো অসহ্য যন্ত্রণা অন্য দিকে নিজের মায়ের মৃত্যুর শোক সাথে আবার যোগ হয়েছে বরকে দেখার চিন্তা। ছোট মস্তিষ্কে জ্যম লেগে গেছে। মনে মনে হিসেব মেলাচ্ছে যাদের বাড়ি রাজপ্রাসাদের মতো সে দেখতেও তো রাজপুত্রের মতো! ❤️ আরহার মনে পরে গেলো তার মায়ের কথা একদিন তার মা তাকে বলেছিল এক রাজপুত্র এসে তাকে আর তার মাকে মুক্ত করবে এই কষ্ট থেকে! আরহার রাগ হলো ভিষণ রাজপুত্র না হোক কেউ তো আসলো সেই বা রাজপুত্রের যেয়ে কম কি তবে এতো দেরি করলো কেনো আসতে! এসব ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পরেছে আরহা তার খবর নেই। ☘️🧡 আরহার মামি সোনিয়া বেগম নিজের স্বামীকে বলছেন, কত বড় বড় কথা বলেছিলে তোমার ভাগ্নীর নামে এতো এতো সম্পদ আছে এই আছে সেই আছে এতো বছর ধরে আমাদের ঘাড়ের ওপর বসে বসে খেয়ে এখন নবাবজাদী পালিয়েছে। তোমার কথা বিশ্বাস করাই আমার উচিৎ হয়নি! তোমার বোন মরার সাথে সাথে বেঁচে দিলে ভালো হতো আপদটাকে। সব লস হলো আমার এতোদিন বসে বসে দুধ, কলা খাইয়ে কাল সাপ পুষলাম সময় মতো ছোবলমেয়েটা গরুর মতো পিঠিয়ে তোর স্বাদ মেটেনি

Comment