চলনবিলে কোটি টাকার শামুক বানিজ্য !! রয়েছে রপ্তানির সম্ভাবনা !!
নানান হাট বাজারের কথা শুনলেও শামুকের হাটের কথা হয়তো অনেকের কাছেই নতুন। তবে এই হাটকে কেন্দ্র করে চলন বিলের কৃষক ও জেলেদের ভাগ্য খুলেছে। কারণ বর্ষা মৌসুমে কর্মহীন থাকায় তারা এ কাজের মাধ্যমে কিছু আয়ের মুখ দেখছেন। অবহেলা, অনাদরে পড়ে থাকা দেশীয় ছোট ছোট শামুক এখন আর ফেলনা নয়। সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার প্রায় ৭ হাজার মানুষ এই শামুক কুড়িয়ে লাখ লাখ টাকা উপার্জন করছেন। তারাশের এই হাটে প্রতি মৌসুমে কয়েক কোটি টাকার শামুক বিক্রি হচ্ছে, ট্রাকে করে চলে যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়। স্থানীয় সূত্রে জানা গেছে, চলনবিলের শামুক হাঁস ও মাছের খাদ্য হিসেবে ব্যবহার হচ্ছে। স্থানীয় খামারিদের চাহিদা মিটিয়ে খুলনা, সাতক্ষীরা, কুষ্টিয়া, নোয়াখালী, বরিশাল, বাগেরহাট, যশোরসহ দেশের বিভিন্ন অঞ্চলের খামারিদের কাছে পৌঁছে যাচ্ছে এই চলনবিলের শামুক ও ঝিনুক। রয়েছে রপ্তানির সম্ভাবনা। শামুক কি কাজে লাগে? হঠাত কেন শামুকের চাহিদা বেড়ে গেলো? তা জানাবো আমাদের সহকর্মী সৌরভ ও কাওসারের ভিডিও চিত্রে, চলুন শুরু করা যাক...