পৃথিবীতেও শয়তানের কিছু অনুসারী আছে, যারা সারাক্ষণ অন্যের ক্ষতি করে স্বার্থ হাসিলের চেষ্টা করে। অন্যকে ফাঁসিয়ে দিতে জঘন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়। অথচ প্রিয় নবীজি (সা.) বলেছেন, যে ব্যক্তি কোনো মুমিনের ক্ষতিসাধন করে অথবা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে সে অভিশপ্ত। (তিরমিজি, হাদিস : ১৯৪১)
ইসলাম মানুষকে কল্যাণকামী হতে শেখায়। অপরের উপকারে নিজেকে নিয়োজিত করতে উৎসাহী করে। কারো ক্ষতি করা, কাউকে বিপদে ফেলতে ষড়যন্ত্রের জাল বোনা কোনো মুসলমানের কাজ নয়। বরং এটি শয়তানের কাজ। শয়তান মানুষকে বিপদ ফেলতে সর্বদা ষড়যন্ত্রে লিপ্ত থাকে। পবিত্র কোরআনে মহান আল্লাহ মানবজাতিকে শয়তানের ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক করতে গিয়ে বলেন, ‘হে বনি আদম, শয়তান যেন তোমাদের বিভ্রান্ত না করে, যেভাবে সে তোমাদের পিতা-মাতাকে জান্নাত থেকে বের করেছিল; সে তাদের পোশাক টেনে নিচ্ছিল, যাতে সে তাদেরকে তাদের লজ্জাস্থান দেখাতে পারে। নিশ্চয় সে ও তার দলবল তোমাদের দেখে যেখানে তোমরা তাদেরকে দেখো না। নিশ্চয় আমি শয়তানদের তাদের জন্য অভিভাবক বানিয়েছি, যারা ঈমান গ্রহণ করে না।’ (সুরা : আরাফ, আয়াত : ২৭)
অন্যের ক্ষতি চাইলে নিজেরই ক্ষতি হয়
মানুষের ক্ষতি করলে কি হয়
কারো ক্ষতি করার ভয়াবহ পরিণতি
ড. জে. আলী
যে পাপ তাওবা করলেও ক্ষমা হবে না
হক মেরে খেলে তার কি শাস্তি হবে?
গুনাহ
তাওবা
মাফ
হক
শাস্তি
যে গুনাহ তাওবা করার পরও মাফ হয় না
inspiring lessons for life
ক্ষতি করার চেষ্টা করলে আপনার কি করা উচিত
কেউ আপনাকে ছোটো করলে কি করবেন
কেউ বারবার আপনার অনিষ্ট বা ক্ষতি করার চেষ্টা করলে আপনার কি করা উচিত
#human #tawbah #motivation #ethics #parents #children #office #family
E-mail - [email protected]
Facebook - https://www.facebook.com/WriterJ.ali